—প্রতীকী ছবি।
বান্ধবীর সঙ্গে নিভৃতে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিলেন তরুণ। হঠাৎ করেই চাবি খুলে ফ্ল্যাটে ঢুকে পড়েন তাঁর মা। ছেলেকে তাঁর বান্ধবীর সঙ্গে ওই অবস্থায় দেখে ফেলায় শুরু হয় ঝামেলা। ছেলের উপর চিৎকার করতে শুরু করেন তিনি। বিরক্ত হয়ে ২৬ বছরের তরুণ তাঁর মায়ের কাছ থেকে ফ্ল্যাটের অতিরিক্ত চাবি ফেরত নিয়ে নেন। মাকে বেরিয়ে যেতে অনুরোধও করেন তিনি। গোটা ঘটনাটি তিনি রেডিট নামের সমাজমাধ্যমে পোস্ট করেন। পোস্টটি দ্রুত ভাইরালও হয়েছে।
পোস্টে ওই যুবক লিখেছেন, তিনি তাঁর বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিলেন। বিকেল ৪টের সময় তাঁর মায়ের আসার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের দু’ঘণ্টা আগেই তিনি ছেলের ফ্ল্যাটে এসে হাজির হন। তাঁর কাছে থাকা অতিরিক্ত চাবিটি দিয়ে ঘরের ভিতরে ঢুকে ছেলেকে বান্ধবীর সঙ্গে ওই অবস্থায় দেখে চটে যান তিনি। রীতিমতো চিৎকার করতে শুরু করেন মহিলা। চিৎকার করে তিনি বলতে শুরু করেন, ‘‘আমি জানি তুমি ওখানে কী করছ। মাকে দেখে সম্মান করতে শেখো।’’ তরুণ আরও জানান, তাঁর বান্ধবী চলে যাওয়ার পরও তাঁকে তাঁর মায়ের বকুনি সহ্য করতে হয়েছিল। এমনকি তরুণের বান্ধবীকেও অপমান করেন তিনি।
এক পর্যায়ে এসে তরুণেরও ধৈর্যের বাঁধ ভেঙে যায়। অতিরিক্ত চাবিটি ফেরত দিয়ে মাকে চলে যেতে বলেন তিনি। তরুণের মা প্রথমে চাবিটি দিতে না চাইলেও তরুণ তাঁর জেদে অটল ছিলেন। পোস্টটি প্রকাশিত হওয়ার পর সমাজমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে। বেশির ভাগ সমাজমাধ্যম ব্যবহারকারী ওই যুবককে সমর্থন করেছেন। এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘আপনি আপনার মাকে দেখার জন্য একটা নির্দিষ্ট সময় দিয়েছিলেন, আর তিনি তা উপেক্ষা করেছেন। নিজের বাড়িতে আপনি কী করবেন সেটা ওঁর দেখার বিষয় নয়।’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘আপনার মা এমন আচরণ করছেন যেন আপনি এখনও বাচ্চা। আপনার বয়স ১৬ বছর নয়, ২৬ বছর।’’