ছবি: এক্স থেকে নেওয়া।
চাইনিজ ভেল তৈরির সময় গ্রাইন্ডার মেশিনের ভিতর ঢুকে গেলেন এক যুবক। দেহের অর্ধেক অংশ সেই মেশিনে আটকে পিষে যায় তাঁর। আর তাতেই মৃত্যু হল ১৯ বছরের ওই যুবকের। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ওরলি এলাকায়। আর এই মর্মান্তিক ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। রাস্তার পাশের একটি চাইনিজ খাবারের স্টলে খাবার তৈরি করছিলেন সূর্য নারায়ণ যাদব নামের ওই যুবক। সেই সময়ই একটি গ্রাইন্ডারের ভিতরে আটকে গিয়ে মারা যান তিনি। ঝাড়খণ্ডের বাসিন্দা সূর্য সম্প্রতি শচীন কোঠেকরের মালিকানাধীন এই স্টলটিতে কাজ শুরু করেছিলেন। দোকানে থাকা একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে কী ভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে।
‘ডনজুয়ান’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োটি দেখে শিউরে উঠছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োয় দেখা গিয়েছে মাঞ্চুরিয়ান এবং চাইনিজ ভেলের জন্য কাঁচামাল প্রস্তুত করার একটি বড় যন্ত্রের সামনে দাঁড়িয়ে রয়েছেন ওই যুবক। যন্ত্রের মধ্যে বার বার হাত ঢুকিয়ে তিনি কাঁচামাল নেড়েচেড়ে দিচ্ছিলেন। হঠাৎ করেই তাঁর জামার একটি অংশ যন্ত্রের মধ্যে আটকে গিয়ে বিপত্তি বাধে। কয়েক সেকেন্ডের মধ্যেই কোমরসমান যন্ত্রের ভিতরে সূর্যের শরীরের অর্ধেকটা ঢুকে যায়। কোনও ভাবেই সেখান থেকে নিজেকে বার করে আনতে পারেননি সূর্য, মৃত্যু ঘটে তাঁর। খাবারের দোকানের কর্মীরা জানিয়েছেন, সূর্যের এই ধরনের যন্ত্রপাতি চালানোর কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না এবং তিনি নিরাপত্তা প্রশিক্ষণও পাননি। স্টলের মালিক শচীন কোঠেকরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে পুলিশ। অভিযোগ, তিনি যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না-করেই সূর্যকে যন্ত্র চালানোর দায়িত্ব দিয়েছিলেন।