ছবি : ইনস্টাগ্রাম।
কাঁচা বাদাম গান গেয়ে বিখ্যাত হয়েছিলেন বীরভূমের ভুবন বাদ্যকার। এ বার এক ভোপালি খেজুর বিক্রেতা নেটাগরিকদের মন জিতলেন খেজুর বিক্রির অভিনব গান গেয়ে। মহম্মদ রফির গানের সুরে কথা বদলে তিনি যে গান গেয়েছেন, তা শুনে মুগ্ধ ইন্টারনেট।
সাধারণত এই ধরনের গানকে প্যারোডি বলা হয়। ভোপালি ওই খেজুর বিক্রেতাও প্যারোডিই করেছেন। রফির গাওয়া বাহারো ফুল বর্ষাও গানটির কথা বদলে তিনি গেয়েছেন, ‘‘চলে আও, খেজুর খাও, সৌদি কা মেওয়া হ্যায়।’’
যে ভাবে গানের তাল এবং সুর যথাযথ রেখে তিনি গানটির প্যারোডি করেছেন, তাতেই মুগ্ধ হয়েছেন নেটাগরিকেরা। তবে গান শুনে তারা যেমন প্রশংসা করেছেন তেমনই অনেকে কটাক্ষও করেছেন। তাঁরা বলেছেন, ‘‘ব্যাস আপনার কপাল খুলে গেল। খুব শিগগিরই মুম্বইয়ে আসছেন আপনি।’’