Viral Food

ভুবন বাদ্যকারের পর ভাইরাল ভোপালি খেজুর বিক্রেতা! বিক্রি করেন রফির গান গেয়ে

যে ভাবে গানের তাল এবং সুর যথাযথ রেখে তিনি গানটির প্যারোডি করেছেন, তাতেই মুগ্ধ হয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ ১৭:৫৩
Share:

ছবি : ইনস্টাগ্রাম।

কাঁচা বাদাম গান গেয়ে বিখ্যাত হয়েছিলেন বীরভূমের ভুবন বাদ্যকার। এ বার এক ভোপালি খেজুর বিক্রেতা নেটাগরিকদের মন জিতলেন খেজুর বিক্রির অভিনব গান গেয়ে। মহম্মদ রফির গানের সুরে কথা বদলে তিনি যে গান গেয়েছেন, তা শুনে মুগ্ধ ইন্টারনেট।

Advertisement

সাধারণত এই ধরনের গানকে প্যারোডি বলা হয়। ভোপালি ওই খেজুর বিক্রেতাও প্যারোডিই করেছেন। রফির গাওয়া বাহারো ফুল বর্ষাও গানটির কথা বদলে তিনি গেয়েছেন, ‘‘চলে আও, খেজুর খাও, সৌদি কা মেওয়া হ্যায়।’’

যে ভাবে গানের তাল এবং সুর যথাযথ রেখে তিনি গানটির প্যারোডি করেছেন, তাতেই মুগ্ধ হয়েছেন নেটাগরিকেরা। তবে গান শুনে তারা যেমন প্রশংসা করেছেন তেমনই অনেকে কটাক্ষও করেছেন। তাঁরা বলেছেন, ‘‘ব্যাস আপনার কপাল খুলে গেল। খুব শিগগিরই মুম্বইয়ে আসছেন আপনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement