Viral Video

‘ওদেরও ঠান্ডা লাগে’, জবুথবু কুকুরছানাদের জন্য আগুন জ্বালালেন তরুণ, ভাইরাল ভিডিয়ো

রাস্তার ধারে এক তরুণ আগুন জ্বালিয়েছেন। যেন শীতে কাবু হয়ে আগুন পোহানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাঁর সামনে বসে রয়েছে বেশ কয়েকটি কুকুরছানা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১২:০৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য সোয়েটার নেই। লেপ-কম্বল মুড়ি দিয়ে শুতেও পারে না তারা। ঠান্ডায় ঠকঠক করে কাঁপলেও তা আটকানোর কোনও উপায় নেই। কারণ তারা মুখে কিছু বলতে পারে না। তাই রাস্তার ধারে তাদের জন্য আগুন জ্বালিয়ে দিলেন তরুণ। উদ্দেশ্য, ঠান্ডার মধ্যে আগুন পুহিয়ে যেন আরাম পায় কুকুরছানারা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘সত্যম_সূর্যবংশী১২৩’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে এক তরুণ আগুন জ্বালিয়েছেন। যেন শীতে কাবু হয়ে আগুন পোহানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি। তাঁর সামনে বসে রয়েছে প্রচুর কুকুরছানা। তাদের পায়ে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তরুণ। কুকুরদেরও ঠান্ডা লাগে, কিন্তু তারা প্রকাশ করতে পারে না, সেটাই ক্যামেরায় জানিয়েছেন তিনি।

তরুণ বলেন, ‘‘আজ বাইরে খুব ঠান্ডা। আমার ছানাগুলোর খুব ঠান্ডা লাগছিল। শীতে সারা শরীর কেঁপে যাচ্ছে ওদের। ওরা তো মুখে কিছু বলতে পারে না। কিন্তু এই ঠান্ডায় খুব কষ্ট পায়। ওদের জন্য তাই আগুন জ্বালিয়ে দিলাম। ওদেরও তো আমাদের মতো ঠান্ডা লাগে। কিন্তু আমাদের মতো প্রকাশ করতে পারে না। তাই আমাদের প্রয়োজন ওদের ভাবনাগুলোকে বোঝা। আপনাদের চারপাশে যদি কোনও চারপেয়ে থাকে, তা হলে দয়া করে তাদের যত্ন নিন।’’

Advertisement

তরুণের এই ভিডিয়োটি ছড়িয়ে পড়তে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। তরুণের উদ্দেশে এক জন নেটাগরিক বলেন, ‘‘আপনি যেন ভগবানের দূত। আপনার মতো সকলে ভাবনাচিন্তা করলে এই পৃথিবী আরও সুন্দর হত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement