ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বাড়ির খাবার নয়, ইচ্ছা করছিল চিজ়ে ভরা পিৎজ়া খাওয়ার। তাই দোকান থেকে অনলাইনে পিৎজ়া অর্ডার করলেন তরুণ। কিন্তু পিৎজ়ার স্লাইস ভাগ করার সময় চমকে উঠলেন তিনি। চিজ়ের মধ্যেই কী যেন একটা নড়াচড়া করছে। সমাজমাধ্যমে সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করে জানানো হয়েছে যে, এটি মধ্যপ্রদেশের ঘটনা। বোঝা যাচ্ছে, ক্যামেরার লেন্সের নজর একটি পিৎজ়ার দিকে। পিৎজ়াটির স্লাইস ছিঁড়ে দিচ্ছেন এক তরুণী এবং ঘটনাটির বর্ণনা দিচ্ছেন এক তরুণ। অনলাইনে সেই পিৎজ়াটি অর্ডার দিয়েছিলেন তাঁরা। কিন্তু তা আর খেতে পারেননি দু’জনে।
কারণ, চিজ়ে ভরপুর পিৎজ়ার মধ্যে দিয়ে নড়াচড়া করে বেড়াচ্ছে একটি পোকা। পিৎজ়া ব্রেডের উপর বুকে ভর দিয়ে এ দিক-ও দিক নড়েচড়ে বেড়াচ্ছে সেই পোকাটি। সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অধিকাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘এত ভরসা করে আমরা খাবার অর্ডার করি। তার পরিবর্তে এ সব ফল পাই।’’ আবার এক নেটাগরিক পরামর্শ দিয়ে বলেছেন, ‘‘আপনার ওই দোকানে গিয়ে অভিযোগ করা প্রয়োজন।’’