কুমিরকে খাওয়াচ্ছেন তরুণ। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
হাতে রয়েছে কাঁচা মাংস। মনে কোনও ভয়ডর নেই। দু’দিক থেকে দু’টি কুমির মুখ হাঁ করে এগিয়ে আসছে তরুণের দিকে। খাবারের লোভেই তো ছুটে আসা। সামনের দিক থেকে একটি কুমির কাছে আসতেই হাতের তালু থেকে এক টুকরো মাংস কুমিরের মুখে ছুড়ে দিলেন তরুণ।
সেই মুহূর্তে অন্য দিক থেকে এগিয়ে আসছিল আরও একটি কুমির। সামনের পা দু’টি ছড়িয়ে মুখ হাঁ করে শুয়ে পড়ল সে। ভেবেছিল পরের মাংসের টুকরোটি তার দিকেই ছুড়ে দেবেন তরুণ। কিন্তু আবার একটি মাংসের টুকরো সামনের কুমিরটিকেই খেতে দিলেন তরুণ। পাশের কুমিরটি মুখ হাঁ করে শুয়েই থাকল।
দুই কুমিরের সঙ্গে এই সাক্ষাতের ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন ক্রিস্টোফার জিলেট। পেশায় জীববিজ্ঞানী তিনি। ইনস্টাগ্রামে ১৩ লক্ষের কাছাকাছি অনুগামী রয়েছে তাঁর। ভিডিয়োটি দেখে এক নেটব্যবহারকারী মন্তব্য করেন, ‘‘ও বন্য জন্তু। পোষ মানাচ্ছেন কেন? প্রাণীদের শ্রদ্ধা করতে শিখুন।’’ তবে ভিডিয়োটি কবে বা কোথায় শুট করা হয়েছে তা জানা যায়নি।