হিন্দি ফিল্মজগতের খ্যাতনামী অভিনেতার পুত্র। অভিনয় করেছেন করিশ্মা কপূর, ঐশ্বর্যা রাই বচ্চনদের সঙ্গে। কিন্তু তারকা-পুত্র হয়েও বর্তমানে বলিপাড়া থেকে ‘উধাও’ রাজ কুমারের পুত্র পুরু রাজ কুমার।
চার দশকের ব্যবধানে সত্তরের বেশি হিন্দি ছবিতে অভিনয় করে বলিপাড়ায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন রাজ কুমার। কিন্তু তাঁর পুত্র পুরু অভিনয়জগতে কেরিয়ার গড়া শুরু করলেও আলোর রোশনাই থেকে দূরেই রয়েছেন।
১৯৭০ সালে ৩০ মার্চ মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম পুরুর। মুম্বইয়ে স্কুলের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যান তিনি। আমেরিকার একটি কলেজ থেকে অর্থনীতি, নাটক এবং মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তিনি।
পড়াশোনা শেষ করার পর আমেরিকা ছেড়ে মুম্বই ফিরে যান পুরু। বাবার পদাঙ্ক অনুসরণ করে বলিপাড়ায় কেরিয়ার গড়ে তোলার চেষ্টা করেন তিনি। কিন্তু কেরিয়ার শুরুর আগেই একটি মামলায় জড়িয়ে পড়ে তাঁর নাম।
১৯৯৩ সালের ঘটনা। তখনও অভিনয়জগতে আত্মপ্রকাশ করেননি রাজ-পুত্র। মুম্বইয়ের বান্দ্রা এলাকা দিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বলিপাড়়ায় কানাঘুষো শোনা যায়, নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথের উপর গাড়ি উঠিয়ে দেন তিনি।
কানাঘুষো শোনা যায়, ফুটপাথে আট জন ঘুমিয়ে ছিলেন। সেই সময় গাড়ি চালিয়ে ফুটপাথে উঠে যান পুরু। এই দুর্ঘটনায় প্রাণ হারান তিন জন। তদন্তে নেমে জানা যায়, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তারকা-পুত্র। গ্রেফতার করা হয় পুরুকে।
তবে হাজতবাস করতে হয়নি পুরুকে। অন্য পক্ষের সঙ্গে আর্থিক লেনদেনের মাধ্যমে এই মামলার নিষ্পত্তি হয়। এই ঘটনার তিন বছর পর বড় পর্দায় দেখা যায় পুরুকে।
১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাল ব্রহ্মচারী’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন পুরু। এই ছবিতে করিশ্মা কপূরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। কিন্তু বক্স অফিসে এই ছবি মুখ থুবড়ে পড়ে।
কেরিয়ারের প্রথম ছবি ব্যর্থ হওয়ার পর চার বছর বেকার বসে ছিলেন পুরু। এর পর ২০০০ সালে মুক্তি পাওয়া ‘হমারা দিল আপকে পাস হ্যায়’ ছবিতে অভিনয়ের সুযোগ পান পুরু।
রাজ কুমারের মতো জনপ্রিয় অভিনেতার পুত্র হয়েও কাজ পাচ্ছিলেন না পুরু। ছোট অথবা নেতিবাচক চরিত্রে অধিকাংশ সময় অভিনয় করতে দেখা যেতে থাকে তাঁকে।
‘মিশন কাশ্মীর’, ‘খতরো কি খিলাড়ি’, ‘দুশমনি’, ‘এলওসি কার্গিল’ এবং ‘উমরাও জান’-এর মতো হিন্দি ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করতে দেখা যায় পুরুকে।
২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সলমন খান অভিনীত ‘বীর’ ছবিতে অভিনয় করেন পুরু। চার বছরের বিরতির পর ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘অ্যাকশন জ্যাকসন’ ছবিতে অজয় দেবগনের সঙ্গেও অভিনয় করেন তিনি।
২০১৪ সালের পর আর বড় পর্দায় দেখা যায়নি পুরুকে। সলমন, অজয়, ঐশ্বর্যা এবং করিশ্মার পাশাপাশি মিঠুন চক্রবর্তী, রাজ বব্বর, নানা পটেকর, সঞ্জয় দত্ত, হৃতিক রোশন এবং অভিষেক বচ্চনের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেও বর্তমানে অভিনয়জগৎ থেকে দূরে রয়েছেন তিনি।
২০১১ সালে ক্রোয়েশিয়ার মডেল কোরালজিকা গ্রডককে বিয়ে করেন পুরু। বর্তমানে স্ত্রী এবং সন্তানের সঙ্গে মুম্বইয়েই থাকেন তিনি। শেষ ১০ বছর বড় পর্দায় দেখা যায়নি তাঁকে।