Russia

স্ত্রীর রাগ ভাঙাতে উপহার দিলেন পোর্শে! প্রত্যাখ্যাত হয়ে বিলাসবহুল গাড়ি আবর্জনায় ফেললেন তরুণ

আবর্জনার বিশাল পাত্রের মধ্যে ফেলা রয়েছে বিলাসবহুল পোর্শে। গাড়িটি একটি লাল রিবন দিয়ে মোড়ানো। দেখে মনে হচ্ছে, গাড়িটি উপহার দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪০
Share:

অপছন্দের উপহার গেল ময়লার পাত্রে। —ছবি: সংগৃহীত।

বেশ কিছু দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে চলছে মনোমালিন্য। দিনের পর দিন বেড়ে চলেছে মানসিক দূরত্ব। দামি উপহার দিয়ে সেই দূরত্ব ঘোচানোর চেষ্টা করছিলেন তরুণ। কিন্তু তাতে বিশেষ লাভ হল না। লক্ষ লক্ষ টাকা খরচ করে তিনি যে বিলাসবহুল গাড়িটি কিনেছিলেন তা ময়লার পাত্রে ফেলে দিতে বাধ্য হলেন তরুণ। সমাজমাধ্যমে এমন ছবি ঘোরাফেরা করছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘আরটি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিগুলিতে দেখা গিয়েছে যে, আবর্জনার বিশাল পাত্রের মধ্যে ফেলা রয়েছে বিলাসবহুল পোর্শে। গাড়িটি একটি লাল রিবন দিয়ে মোড়ানো। দেখে মনে হচ্ছে, গাড়িটি উপহার দেওয়া হয়েছে। রাশিয়ার মস্কোয় এই ঘটনাটি ঘটেছে। সমাজমাধ্যমে এই ছবিটি পোস্ট করে জানানো হয়েছে যে, এক তরুণ তাঁর স্ত্রীকে প্রেম দিবসে এই গাড়িটি উপহার দিয়েছিলেন।

তাঁদের মধ্যে মান-অভিমানের পালা চলছিল। এই উপহার দিয়ে স্ত্রীর মন গলাতে চেয়েছিলেন তরুণ। কিন্তু স্ত্রী এই উপহার প্রত্যাখ্যান করেন। ভারতীয় মুদ্রায় ২৭ লক্ষ টাকা খরচ করে গাড়িটি কিনেছিলেন তরুণ। স্ত্রী এই দামি উপহার ফিরিয়ে দেওয়ায় তা জঞ্জালের পাত্রে ফেলে দেন তরুণ। ছবিটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন লিখেছেন, ‘‘লক্ষ লক্ষ টাকা এ ভাবে ময়লার পাত্রে দান করে দিলেন!’’ আবার এক জন লিখেছেন, ‘‘এমন ঘটনা ঘটতে পারে না। হয়তো কোনও নেটপ্রভাবী মজা করার জন্য ছবিটি এমন ভাবে তুলে সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement