ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সবুজ ঘাসের উপর পিঠ দিয়ে চার পা উপরে তুলে সবেমাত্র চোখটা বন্ধ করেছে সিংহ। ঠিক তখনই তার লেজ ধরে কে যেন কামড় দিল। ‘বনের রাজা’র ঘুম ভাঙানোর এত দুঃসাহস! চমকে উঠে সে দেখে, এক শিয়াল তার লেজে কামড় দিয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘লায়ন্স.হ্যাবিট্যাট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক সিংহ জঙ্গলের সবুজ ঘাসের উপর পিঠ দিয়ে চার পা শূন্যে তুলে শুয়ে রয়েছে। ঘুমোনোর জন্য সবেমাত্র চোখ বুজেছে সে। সঙ্গে সঙ্গে তার লেজে কামড় দিয়ে বসল এক শিয়াল।
সিংহটি ঘাড় তুলে তাকাতেই সে লেজ গুটিয়ে পালাতে শুরু করল। কিন্তু শিয়ালের পিছনে ছুটল না সিংহটি। বরং পাশ ফিরে লেজ দোলাতে দোলাতে আবার শুয়ে পড়ল সে। সুযোগ বুঝে আবার সিংহের লেজে কামড় দিল শিয়ালটি। আবার চমকে উঠে বসে পড়ল সিংহ। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। দক্ষিণ আফ্রিকার জঙ্গলে এই ঘটনাটি ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘শিয়ালের দুষ্টুমি দেখে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গেল।’’