Bizarre

চাকরি ‘খেল’ একটি যতিচিহ্ন! টানা ২০ মিনিট ‘জ্ঞান’ও শুনলেন চাকরিপ্রার্থী

সংস্থার তরফে চাকরির ডাক পেয়ে সেখানে পরীক্ষা দিতে গিয়েছিলেন তরুণ। পরীক্ষার প্রথম পর্বে পাশ করে যান তিনি। দ্বিতীয় পর্বের পরীক্ষায় উত্তর লেখার সময় অন্যমনস্ক হয়ে একটি যতিচিহ্ন দিতে ভুলে যান তরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৩:৫৮
Share:

—প্রতীকী ছবি।

নতুন চাকরির জন্য একটি সংস্থায় আবেদন জানিয়েছিলেন তরুণ। ডাক পেয়ে পরীক্ষাও দিতে গিয়েছিলেন। পরীক্ষার প্রথম পর্বে উত্তীর্ণ হয়ে গিয়েছিলেন তিনি। দ্বিতীয় পর্বের জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে বসেছিলেন তরুণ। কিন্তু অন্যমনস্ক হয়ে ছোট একটি ভুল করে বসলেন তিনি। সেই ভুলের খেসারতও দিতে হল তাঁকে। চাকরি তো জুটলই না, উল্টে একটানা ২০ মিনিট ‘জ্ঞান’ও শুনতে হল তরুণকে। সমাজমাধ্যমে নিজের এই অভিজ্ঞতার কথা লিখে জানিয়েছেন ওই তরুণ (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ডেভেলপর্সইন্ডিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্ট থেকে জানা গিয়েছে যে, প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন এক তরুণ। কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। এক সংস্থায় চাকরির আবেদন করেছিলেন তিনি। ডাক পেয়ে সেখানে পরীক্ষা দিতে গিয়েছিলেন। পরীক্ষার প্রথম পর্বে পাশ করে যান তিনি। দ্বিতীয় পর্বের পরীক্ষায় উত্তর লেখার সময় অন্যমনস্ক হয়ে একটি যতিচিহ্ন দিতে ভুলে যান তিনি। সংস্থার তরফে যাঁরা পরীক্ষা নিচ্ছিলেন, এই বিষয়টি তাঁদের নজরে পড়ে। তার পর তরুণকে ২০ মিনিট ধরে বকুনি দেন তাঁরা।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এর চেয়ে ভাল উত্তর পাওয়া যেত বলে তরুণের দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তাঁরা। চাকরিও জোটে না তরুণের। সমাজমাধ্যমে এই ঘটনার উল্লেখ করে তরুণ জানান, লেখার সময় যে যতিচিহ্ন ব্যবহার করতে হত তা তিনি জানতেন। কিন্তু অন্যমনস্ক থাকার কারণে ভুল করে একটি কমা দিতে ভুলে গিয়েছিলেন তিনি। তবে তার পরিবর্তে তিনি এমন ব্যবহার আশা করেননি বলে জানিয়েছেন তরুণ। তরুণের পরিস্থিতি জেনে নেটাগরিকদের একাংশ সহানুভূতি জানিয়েছেন। এক জন লিখেছেন, ‘‘সবই অজুহাত। আপনাকে যে চাকরি দেওয়া হবে না তা আগে থেকেই ঠিক করা ছিল। আপনি বরং অন্য জায়গায় চাকরি খোঁজার চেষ্টা করুন।’’ আবার এক জন মন্তব্য করেছেন, ‘‘চাকরির পরীক্ষা দিতে গিয়েছেন, আপনার তো অনেক বেশি সতর্ক থাকা প্রয়োজন ছিল। নিজের দোষেই চাকরির সুযোগ পেয়ে হারালেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement