Pakistan Super League

হেয়ার ড্রায়ার ছেড়ে সোনায় মোড়া আই ফোন উপহার! পাকিস্তান সুপার লিগে চমক লাহোর কলন্দর্সের

পিএসএলে ম্যাচের সেরা ক্রিকেটারদের পুরস্কার হিসাবে হেয়ার ড্রায়ার বা দাড়ি কামানোর যন্ত্র উপহার হিসাবে দেওয়া হচ্ছে। যা নিয়ে সমালোচনা হচ্ছে। সেই আবহে চমক লাহোর কলন্দর্স কর্তৃপক্ষের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৬:৫০
Share:
picture of Shaheen Afridi

উপহার পাওয়া সোনার আই ফোন হাতে শাহিন আফ্রিদি। ছবি: এক্স (টুইটার)।

পাকিস্তান সুপার লিগের মাঝে সোনার জল করা মোবাইল উপহার পেলেন শাহিন আফ্রিদি। লাহোর কলন্দর্স কর্তৃপক্ষ দলের অধিনায়ককে আই ফোন প্রো ১৬ উপহার দিয়েছেন। ইস্টার উদ্‌যাপনের অংশ হিসাবে দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফদের উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কলন্দর্স কর্তৃপক্ষ। প্রথম উপহার পেয়েছেন শাহিন।

Advertisement

কলন্দর্স কর্তৃপক্ষ সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, শাহিনের হাতে একটি বাক্স তুলে দেওয়া হয়। শাহিন বাক্সটি খুলতেই দেখা যায়, তাতে রয়েছে ২৪ ক্যারেট সোনায় মোড়া আই ফোন প্রো ১৬। এমন উপহার পেয়ে চমকে গিয়েছেন শাহিন। ফোনটিতে পাকিস্তানের জোরে বোলারের নাম এবং জার্সি নম্বর লেখা রয়েছে। ছবির সঙ্গে দলের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘‘আমাদের অধিনায়ক এই উপহারের যোগ্য। দলের প্রধান শক্তি শাহিনকে ২৪ ক্যারাটের সোনায় বাঁধানো আই ফোন দেওয়া হল।’’

পিএসএলে ম্যাচের সেরা ক্রিকেটারদের পুরস্কার হিসাবে হেয়ার ড্রায়ার বা দাড়ি কামানোর যন্ত্র উপহার হিসাবে দেওয়া হচ্ছে। যা নিয়ে সমালোচনাও তৈরি হয়েছে। এমন এক আবহে লাহোর কলন্দর্স কর্তৃপক্ষের উপহার আলাদা করে নজর কেড়েছে। প্রতিযোগিতায় তিনটি ম্যাচ খেলে দু’টি জিতেছেন শাহিনেরা। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement