লটারিতে ভাগ্য খুলে গেল এই বৃদ্ধের। ছবি: সংগৃহীত।
জ্যাকপট! সকলের ভাগ্যে কি তা আর জোটে! যদি আপনার কপাল খুলে যায়, আর সৌভাগ্যবান বিজেতা হিসাবে মোটা অঙ্কের লটারি পান, তা হলে কী করবেন? কেউ হয়তো বলবেন গাড়ি কিনবেন, কেউ আবার বলবেন বাড়ি। অর্থাৎ মূল্যবান কিছু সামগ্রী কেনার কথাই সাধারণত ভাববেন সকলে। কিন্তু এই লটারি বিজেতা সে সব কিছুই কিনলেন না। লক্ষ্মীলাভের পর নিজের জন্য তরমুজ কিনলেন। আর স্ত্রীর জন্য ফুল।
আমেরিকার কলোরাডোর মন্ট্রোজ়ের বাসিন্দা ৭৭ বছরের বয়সি ওই বৃদ্ধ জ্যাকপট পেয়েছেন। টাকার অঙ্ক জানলে হতবাক হয়ে যাবেন। ৪২ কোটি টাকার লটারি জিতেছেন তিনি। ভাবা যায়! এত টাকা দিয়ে কত কী-ই তো কেনা যায়। তাই বলে শুধু তরমুজ আর ফুল!
নাইন নিউজ সূত্রে খবর, ওই বৃদ্ধের নাম ওয়ালডেমার টি। সৌভাগ্যবান বিজেতা হিসাবে ৪২ কোটি টাকা পেয়েছেন তিনি। জয়ের আনন্দে তিনি নিজের জন্য তরমুজ আর স্ত্রীর জন্য ফুল কিনেছেন। তবে এই টাকা তিনি মানুষের জন্য কাজে লাগাবেন। জনকল্যাণমূলক কাজে দান করবেন এই অর্থ। এ কথা জানিয়েছেন ওই বৃদ্ধ।