ICC ODI World Cup 2023 Final

নাকের বদলে নরুন নয়! এ একেবারে উলট পুরাণ, জার্সি কিনে ফাইনালের টিকিট পেলেন যুবক

তিনটি জার্সির ছবি দিয়ে এক্স হ্যান্ডেলে ওই পোস্ট করেছিলেন যুবক। জবাবে তাঁকে তিনটি টিকিটের ছবি দিয়ে ওই অনলাইন বিক্রেতা সংস্থা জানিয়েছে জার্সি ফেরানোর দরকার নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ২৩:৫৫
Share:

—প্রতীকী ছবি।

ভেবেছিলেন ভারতীয় ক্রিকেট টিমের জার্সি পরে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যাবেন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সঙ্গে নিয়ে যাবেন বৃদ্ধ বাবা-মাকেও। কখনও গ্যালারিতে বসে খেলা না দেখা দু'জনকে চমকে দেবেন মোক্ষম মুহূর্তে।

Advertisement

সেই মতোই পরিকল্পনা এগোচ্ছিল। বাবা মা এবং নিজের জন্য অনলাইনে জার্সি অর্ডার করেছিলেন ছেলে। কিন্তু বিধি বাম। জার্সি এল কিন্তু টিকিটই জুটল না। ফাইনালের টিকিটের উত্তুঙ্গ চাহিদায় শেষ পর্যন্ত টিকিট কাটতেই পারলেন না তিনি।

তাহলে জার্সিগুলোর কী হবে? হতাশ পুত্র সেই দুঃখের কথা জানিয়েছিলেন অনলাইন বিক্রেতা সংস্থাটিকে। নিজের কথা জানিয়ে প্রশ্ন করেছিলেন তারা কি জার্সি গুলো ফেরত নেবে? জবাবে অনলাইন বিক্রেতা সংস্থা যে জবাব দিয়েছে, তা স্বপ্নেও ভাবতে পারেননি ওই ক্রিকেটপ্রেমী যুবক।

Advertisement

তিনটি জার্সির ছবি দিয়ে এক্স হ্যান্ডেলে ওই পোস্ট করেছিলেন যুবক। জবাবে তাঁকে তিনটি টিকিটের ছবি দিয়ে ওই অনলাইন বিক্রেতা সংস্থা জানিয়েছে জার্সি ফেরানোর দরকার নেই। আপনি বাবা মায়ের সঙ্গে ম্যাচ উপভোগ করুন।

অনলাইন সংস্থার এই আশ্বাস যে অসত্য নয় তা বোঝা যায় ওই যুবকের পরবর্তী পোস্টে। বাবা মায়ের সঙ্গে নিজের জার্সি পরা ছবি দিয়ে তিনি লিখেছেন, “ভাবতেই পারছি না আমরা স্টেডিয়ামে।” অনলাইন সংস্থাটিকে ধন্যবাদ দিয়ে তিনি বলেছেন, “আমাদের স্বপ্ন সত্যি করার জন্য অজস্র ধন্যবাদ।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement