Viral Video

ক্যাফেতে সিংহ! খাবার ছেড়ে পশুরাজকে নিয়ে ব্যস্ত ক্রেতারা, ভিডিয়ো ভাইরাল হতেই হইচই

ক্যাফের মধ্যে চলাফেরা করছে সিংহশাবকেরা। তবে সকলেই কাচের ঘরে বন্দি। ক্রেতারা তাদের দেখতে পাচ্ছেন ঠিকই। কিন্তু সেই কাচের দেওয়াল ভেদ করে আসতে পারবে না সিংহশাবকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১২:৩২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মনের মানুষের সঙ্গে গল্প করতে করতে ক্যাফেতে বসে খাওয়াদাওয়া করছেন। কফির কাপে চুমুক দিতে না দিতেই কানে এল গর্জন। ঘুরে দেখলেন ক্যাফের ভিতরেই হাঁটাহাঁটি করছে সিংহ। এমনই এক ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘গ্লোবালভাইরালভিডিয়ো’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, ক্যাফের মধ্যে চলাফেরা করছে সিংহশাবকেরা। তবে সকলেই কাচের ঘরে বন্দি। ক্রেতারা তাদের দেখতে পাচ্ছেন ঠিকই, কিন্তু সেই কাচের দেওয়াল ভেদ করে আসতে পারবে না সিংহশাবকেরা। বরং তাদের আদর করতে গেলে সেই কাচের ঘরের ভিতরেই প্রবেশ করতে হবে ক্রেতাদের।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক সিংহশাবককে আদর করছেন এক তরুণী। আদর খেয়ে মেঝের উপর শুয়ে পড়েছে সিংহশাবকটি। এই ক্যাফের ঠিকানা তাইল্যান্ডের ফুকেতে। ক্যাফের মালিক অনুমতি নিয়ে সেখানে সিংহশাবকদের রেখেছেন। ভিডিয়োটি দেখার পর নেটব্যবহারকারীদের অধিকাংশ এই ক্যাফে নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এক ভ্রমণপ্রেমী নেটাগরিক লিখেছেন, ‘‘কী সুন্দর! আমিও এমন অভিজ্ঞতা লাভ করতে চাই।’’ আবার নেটাগরিকদের একাংশ এ নিয়ে আপত্তিও জানিয়েছেন। এক জনের কথায়, ‘‘বন্যেরা বনেই সুন্দর। বিনোদন জোগাতে তাদের এ ভাবে বন্দি করা একদমই উচিত নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement