Viral Video

গণ্ডারকে দেখেই উঠে দাঁড়িয়ে রাস্তা থেকে সরে দাঁড়াল পশুরাজ, প্রকাশ্যে সেই ভিডিয়ো

রাস্তার পাশে দিব্যি বসেছিল দু’টি সিংহ। এমন সময় সেই রাস্তা ধরে আসতে দেখা যায় দু’টি গণ্ডারকে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় সিংহরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৩ ১৪:০৮
Share:
 photo of lion and Rhino

—ফাইল চিত্র।

জঙ্গলের পশুরাজ বলে কথা! তারাই কি না অন্য পশুকে দেখে রাস্তা ছেড়ে দিল! রাস্তায় গণ্ডারকে দেখে দুই সিংহের এমন কাণ্ডে হতবাক হয়ে গিয়েছেন অনেকে।

Advertisement

দু’পাশে জঙ্গল। মধ্যিখানে রাস্তা। সেই রাস্তার এক পাশে বসেছিল ২টি সিংহ। দেখে মনে হবে, তারা যেন বিশ্রাম নিচ্ছিল। সেই সময়ই ওই রাস্তা ধরে আসতে দেখা যায় ২টি গণ্ডারকে। রাস্তায় গণ্ডারকে দেখা মাত্রই উঠে দাঁড়াল ২টি সিংহ। তার পরে রাস্তার পাশে সরে দাঁড়াল। যেন ২টি গণ্ডারের জন্য পথ ছেড়ে দিল সিংহরা। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি কোন এলাকার, তা জানা যায়নি।

Advertisement

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সিংহের কাণ্ড দেখে অনেকেই বিস্মিত হয়েছেন। কেউ কেউ বলেছেন যে, গণ্ডারদের সঙ্গে কোনও অশান্তি হোক, সেটা চায়নি সিংহরা। তাই তারা রাস্তা থেকে সরে দাঁড়িয়েছে। আবার কেউ প্রশ্ন তুলেছেন, পশুরাজ হয়েও সিংহরা কি শেষে গণ্ডারকে ভয় পেল?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement