Dog

প্রভুভক্তি উধাও! পোষ্য কুকুর পাত্তাই দিল না প্রভুর পছন্দকে, কার জন্য?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৩ ২০:১৪
Share:

ফাইল ছবি।

প্রভুকে পাত্তাই দিল না তাঁর পোষ্য। উল্টে তাঁর উপরেই একরাশ বিরক্তি দেখাল সে। প্রভুর কাজ পছন্দ না হওয়ায় তাঁর ভুল শুধরে দেওয়ারও চেষ্টা করতে দেখা গেল তাকে। এক কুকুর আর তাঁর মানুষ-বন্ধুর এই ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে নদীর ধারে বসে মাছ ধরছেন এক ব্যক্তি। পাশেই বসে রয়েছে তাঁর পোষ্য। এ পর্যন্ত সব ঠিক। কিন্তু গোলমাল বাধল তিনি মাছ ধরার পর। মাছটি তিনি পাশের গামলায় রেখে দেওয়ার পর সেটি ছটফট করে খাবি খাচ্ছিল। তা দেখে পোষ্যটিকে দৃশ্যতই উদ্বিগ্ন দেখায়। সে সোজা প্রভুর পাশ থেকে চলে আসে গামলার কাছে। গামলা শুদ্ধ মাছটিকে ঠেলে ফেলে দেয় নদীর জলে। পোষ্যের কাণ্ড দেখে চমকে যান তার বন্ধু।

ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তবে ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় কুকুরটির কাণ্ড দেখে অবাকই হয়েছেন নেটাগরিকেরা। কারণ ভিডিয়োয় দেখা যায় জলের মধ্যে থেকে তিনি গামলা সমেত মাছটি উদ্ধার করতে যেতেই কুকুরটি বাধা দেয় তাকে। রীতিমতো ঝাঁপিয়ে পরে প্রভুর উপর। ভিডিয়োটি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘‘প্রভুভক্তি কোথায় গেল?’’ তবে অধিকাংশই কুকুরটির প্রশংসা করেছেন। এমনকি তাকে দয়ালু বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement