ছবি: সংগৃহীত।
দুর্ঘটনা থেকে কোনওক্রমে রক্ষা পেলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মুখ্যমন্ত্রীর কনভয়ের প্রতিটি গাড়ি একে অপরকে ধাক্কা মারার ফলে এই দুর্ঘটনাটি ঘটে। সোমবার রাতে তিরুবন্তপুরমের রাস্তায় মুখ্যমন্ত্রীর কনভয়টি একটি স্কুটারকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখি হয়। পাঁচটি এসকর্ট গাড়ি ও একটি অ্যাম্বুল্যান্স নিয়ে মুখ্যমন্ত্রী কোট্টায়াম থেকে তিরুঅনন্তপুরম ফিরছিলেন বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় বিজয়নের চোট আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে। গোটা ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
সেই ভিডিয়োয় দেখা গিয়েছে কনভয়ের সামনে একটি স্কুটার এসে পড়ে। সেই সময়ে দ্রুতগতিতে ছুটে আসছিল মুখ্যমন্ত্রীর কনভয়। স্কুটার আরোহীকে বাঁচাতে গিয়ে হঠাৎ করেই সামনের পাইলট গাড়িটি থমকে যায়। এর পর পিছনে থাকা গাড়িগুলি একের পর এক ব্রেক কষতে থাকায় পিছনে থাকা গাড়িগুলি একে অপরের পিছনে ধাক্কা মারে। ভিডিয়োর ফুটেজে দেখা গিয়েছে, মহিলা চালক নিজের স্কুটারটি নিয়ে হঠাৎ করেই ডান দিকে বাঁক নিয়ে এগিয়ে যায়। দেখা যায় সাদা এসইউভি পাইলট গাড়িটি আচমকা থেমে যায়। সামনের গাড়ি থমকে যাওয়ার ফলে পিছনে থাকা গাড়িগুলি একে একে ব্রেক কষে দাঁড়িয়ে যায়। আচমকা ঘটে যাওয়া পরিস্থিতি সামাল দিতে গাড়ি থেকে নেমে পড়েন নিরাপত্তারক্ষীরা। ঘটনায় মুখ্যমন্ত্রীর গাড়ি সমান্য ক্ষতিগ্রস্ত হলেও মুখ্যমন্ত্রী বিজয়নের বড়সড় আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে।