viral video

তারস্বরে বক্স বাজিয়ে বিমানে গানের আসর! নেটপ্রভাবীদের ‘আবর্জনা’ আখ্যা দিল সমাজমাধ্যম

বরুণ যাদব নামের এক নেটপ্রভাবী বিমানের ভিতরে উচ্চস্বরে গান বাজানোর একটি চ্যালেঞ্জ নিয়েছিলেন। তাঁর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৫:৫০
Share:

ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে বিষয়বস্তু তৈরি করতে অনেকেই বেছে নেন ট্রেন, মেট্রোর মতো গণপরিবহণকে। বিষয়বস্তু নির্মাণের জন্য স্থান-কাল-পাত্র ভুলে যান নির্মাতারা। তেমনই এক ঘটনা ঘটল বিমানের মধ্যেই। দিল্লির বাসিন্দা দুই বিষয়বস্তু নির্মাতা বিমানের মধ্যে এমন কাণ্ড ঘটালেন যা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন দর্শকরাও। সমাজমাধ্যমের নজর কাড়তে বিমানের ভিতরেই বসল গানবাজনার আসর। রীতিমতো ডিজে বক্স বাজিয়ে বিমানের বাকি সহযাত্রীদের গান শোনালেন দুই যুবক। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। সংবাদমাধ্যম সূত্রে খবর ঘটনাটি ঘটেছে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।

Advertisement

বরুণ যাদব নামের এক নেটপ্রভাবী বিমানের ভিতরে উচ্চস্বরে গান বাজানোর একটি চ্যালেঞ্জ নিয়েছিলেন। তাঁর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করেন। সেই ভিডিয়োয় তাঁকে বলতে শোনা যায়, ‘‘বলেছিলাম আমি বিমানে গান বাজিয়ে শোনাব।’’ যাদব এবং তার সহযোগী প্রভাবশালী আরুশ ভোলা একটি ছোট বক্সে তারস্বরে গান বাজানোর পর স্বাভাবিক ভাবেই সহযাত্রীরা বিরক্ত হন। সেই দৃশ্য ধরা পড়েছে ভিডিয়োয়। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই দুই যুবকের উদ্দেশে সমালোচনার ঝড় বয়ে যায়। নেটাগরিকরা এই ধরনের কাণ্ড দেখে বিরক্তি প্রকাশ করে প্রতিক্রিয়া জানান। অনেকেই তাঁদের ‘জনসাধারণের জন্য উপদ্রব’ বলে মন্তব্য করেন।

‘এমআরজুগনু২৫’ নামের একটি এক্স হ্যান্ডল থেকেও সেই ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে। এক জন ব্যবহারকারী নেটপ্রভাবীদের ‘আবর্জনা’ বলে উল্লেখ করেন। এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘জনসাধারণকে উপদ্রব করা সমাজমাধ্যমের বিষয়বস্তু হতে পারে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement