Viral Video

ঘূর্ণিঝড় ‘ফেনজল’-এর দাপটে অবতরণের সময় টলমল ইন্ডিগোর যাত্রিবাহী বিমান, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‘ফেনজল’ আছড়ে পড়ে পুদুচেরি এবং তামিলনাড়ুর উপকূলে। অবশ্য তার আগে থেকেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে চেন্নাই-সহ তামিলনাড়ুর উপকূলীয় জেলাগুলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ঘন মেঘে চারদিক কালো হয়ে এসেছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। মুম্বই থেকে যাত্রিবাহী বিমান চেন্নাই বিমানবন্দরের চারদিকে ঘুরপাক খাচ্ছে। অবতরণের জন্য উপযুক্ত পরিবেশ পাচ্ছেন না পাইলট। বিমানবন্দরে নামতে গিয়ে ঝড়ের দাপটে টলমল করে আবার উপরের দিকে উড়ে গেল বিমানটি। ঝোড়ো হাওয়ার সঙ্গে বিমানটির লড়াই চলছে অনবরত। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘অ্যাভিয়েটর্সমলদিভ্স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, চেন্নাই বিমানবন্দরে অবতরণের সময় একটি বিমান বিপদের মুখে পড়েছে। অবতরণ করতে না-পেরে তা আবার উড়ে যায়। ইন্ডিগো বিমান সংস্থার তরফে জানানো হয়েছে যে, ৬ই ৬৮৩ ইন্ডিগো বিমানটি মুম্বই থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু চেন্নাই বিমানবন্দরে অবতরণের সময় ঘূর্ণিঝড় ‘ফেনজল’-এর কারণে মেঘ করে চারদিক কালো হয়ে আসে।

শুরু হয় প্রবল ঝড়। ওই অবস্থায় বিমানবন্দরে নামতে পারছিল না বিমানটি। সংস্থার তরফে সেই প্রসঙ্গে জানানো হয় যে, তাঁদের পাইলটেরা যে কোনও ধরনের পরিস্থিতিতে বিমান অবতরণে পারদর্শী। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাঁরা প্রতিকূল পরিবেশে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম। জানা যায়, শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে চেন্নাই বিমানবন্দরে বিমানটি সফল ভাবে অবতরণ করে।

Advertisement

শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় ‘ফেনজল’ আছড়ে পড়ে পুদুচেরি এবং তামিলনাড়ুর উপকূলে। অবশ্য তার আগে থেকেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে চেন্নাই-সহ তামিলনাড়ুর উপকূলীয় জেলাগুলি। জলমগ্ন হয়ে যায় চেন্নাইয়ের বেশির ভাগ অংশ। প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার জেরে শনিবার দুপুর থেকে বন্ধ করে দেওয়া হয় চেন্নাই বিমানবন্দর।

দুর্যোগ একটু কাটতেই রবিবার ভোর ৪টে থেকে বিমান পরিষেবা চালু করা হয় চেন্নাই বিমানবন্দরে। ঘূর্ণিঝড় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার জেরে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে তাতে বিমান পরিষেবায় খুব একটা প্রভাব পড়বে না বলে দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের। ঘূর্ণিঝড়ের কারণে বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। যদিও বিভিন্ন বিমান সংস্থার দাবি, যাত্রীদের আগাম বার্তা দেওয়া হয়েছিল। কিন্তু যাত্রীদের অভিযোগ, আচমকা বিমান পরিষেবা বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েন তাঁরা।

রবিবার সকাল সওয়া ৭টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পুদুচেরি এবং মইলামে, যথাক্রমে ৪৯০ এবং ৫০৪ মিলমিটার। চেন্নাইয়েও প্রবল বৃষ্টি হয়েছে। তবে রবিবার সারা দিন বৃষ্টি হবে তামিলনাড়ুর ভিলুপ্পুরম, কুড্ডালোর, কল্লাকুরিচি, তিরুবন্নামালাই জেলায়। বৃষ্টি চলবে পুদুচেরিতেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement