গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
পহেলগাঁও কাণ্ড ঘিরে তীব্র টানাপড়েন, ভারত-পাকিস্তান সম্পর্ক কোন পথে এগোবে
পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার প্রভাব পড়েছে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে। বুধবারই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কড়া পদক্ষেপ করে ভারত। যার জবাবে বৃহস্পতিবার শাহবাজ় শরিফের সরকার আটটি পদক্ষেপের কথা ঘোষণা করেছে। ভারতের সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ, ওয়াঘা সীমান্ত বন্ধ, ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। সেই দেশে ভারতীয় নাগরিকদের সার্ক ভিসাও বাতিল করে দেওয়া হয়েছে। ভারতের উদ্দেশে হুঁশিয়ারির সুরে পাকিস্তান জানিয়েছে, সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করলে, পাকিস্তানে জলের প্রবাহ বন্ধ করে দিলে তা ‘যুদ্ধ’ হিসাবে দেখবে ইসলামাবাদ। ভারতে সংখ্যালঘুদের নিপীড়ন, কাশ্মীর সমস্যা এবং সরকারের অবস্থানের সমালোচনাও করেছে শরিফের সরকার। পাকিস্তানের এই পদক্ষেপের পর দুই দেশের সম্পর্ক কোন দিকে এগোয়, তার দিকে নজর থাকবে।
পহেলগাওঁয়ের হামলাকারীরা এখনও অধরা, তদন্তের অগ্রগতি
পহেলগাঁওয়ে পর্যটকদের উপর যারা হামলা চালিয়েছে, এখনও তাদের ধরতে পারেনি পুলিশ। মঙ্গলবার থেকে ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ অভিযান চালাচ্ছে। অনন্তনাগের দুর্গম এলাকাগুলিতে চলছে চিরুনি তল্লাশি। ইতিমধ্যে হামলাকারী জঙ্গিদের ছবি প্রকাশ করেছে প্রশাসন। কারও খোঁজ দিতে পারলে ২০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে। কিন্তু ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তাঁরা অধরা। এই সংক্রান্ত তদন্তের দিকে নজর থাকবে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
তালিকা ‘জট’ কাটবে কি, কোন পথে চাকরিহারাদের আন্দোলন
ওএমআরে গলদ থাকায় ‘যোগ্য’দের তালিকা থেকে বাদ গিয়েছে বেশ কয়েক জনের নাম। ওই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবারও স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর দফতরের সামনে বিক্ষোভ হয়েছে। এসএসসি দফতরের সামনে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে সেই ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ চাকরিহারাদের। তালিকা ঘিরে এই জট কি কাটবে? সে দিকে নজর থাকবে আজ। বৃহস্পতিবার অবস্থানের চতুর্থ দিনে বিক্ষোভকারীদের লোকবলও দৃশ্যত কিছুটা কমের দিকে ছিল। এই অবস্থায় আন্দোলনের অভিমুখ কোন পথে এগোয় সে দিকেও নজর থাকবে আজ।
আইপিএলে সবার নীচে থাকা চেন্নাই ও হায়দরাবাদের লড়াই
আইপিএলে আজ সবার নীচে থাকা দু’টি দলের লড়াই। মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও সানরাইজ়ার্স হায়দরাবাদ। দু’টি দলই আটটি ম্যাচ খেলে মাত্র দু’টিতে জিতেছে। মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই আজ নিজেদের ঘরের মাঠে খেলবে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, নামবে কি স্বস্তির বৃষ্টি
আজ তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। এই চার জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। পাশাপাশি, তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া এবং বীরভূমেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তাপপ্রবাহ শেষ হলেই দেখা মিলতে পারে স্বস্তির বৃষ্টির। শনিবার থেকেই দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।