ছবি: সংগৃহীত।
মেধা পরীক্ষার ধাঁধা। এ ধরনের ধাঁধার মজা হল অল্প সময়ের মধ্যে নিজের মস্তিষ্ককে সঞ্চালনের সুযোগ পাওয়া যায়। আবার সমাধানের পর মানসিক তৃপ্তিও মেলে।
ছবি: সংগৃহীত।
উপরের ছবিতে অনেকগুলি তালার ছবি রয়েছে। কিন্তু কিছু কিছু তালার চাবি খোলা। আপনাকে খুঁজে বার করতে হবে কোন কোন তালার চাবি খোলা রয়েছে।
দু’ধরনের তালার মধ্যে খুব সামান্যই পার্থক্য আছে। সেই পার্থক্যটি দেখে নিয়ে মন দিতে হবে তালা খোঁজায়। বলুন তো ঠিক কতগুলি চাবি খোলা তালা আছে।
সমীক্ষা বলছে সবক’টি তালা ১৯ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে পারলে আপনার মেধাবৃত্তির জবাব নেই। না পারলে আরও একবার চেষ্টা করতে পারেন।
উত্তর হল ১৩টি তালা। আপনার সঙ্গে কি জবাব মিলল? না মিললে নীচের সমাধান দেখে নিন।