এই ধরনের ধাঁধা আমাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশকে সচেতন করে তোলে। ছবি: সংগৃহীত।
প্রকৃত অর্থেই অপটিক্যাল ইলিউশন বা চোখ ধাঁধানো এই ধাঁধা। কিন্তু সঠিক উত্তর নির্ধারিত সময়ে বুঝে ফেলতে পারলে শুধু আপনার দৃষ্টি শক্তিই নয়, বুদ্ধিরও তারিফ করতে হবে।
সাধারণ এই ধরনের ধাঁধা আমাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশকে সচেতন করে তোলে। মস্তিষ্কের যে অংশ আমাদের দৈনন্দিন কাজে বাস্তব জ্ঞান এবং সহজাত ধারণাকে প্রয়োগ করার কাজ করে, এই ধরনের ধাঁধা সেই ধারণাকেই সরাসরি চ্যালেঞ্জ জানায়। ফলে আমরা চোখে যা দেখছি তার সঙ্গে বিরোধ বাধে মাথার। কিন্তু তাতে ক্ষতি হয় না। বরং নিয়মিত এমন চ্যালেঞ্জের মুখে পড়ে আরও ক্ষুরধার হয় আমাদের মস্তিষ্ক। অন্তত তেমনই মত বিশেষজ্ঞদের। এই ধাঁধাটিও তেমন।
উপরের ছবিটি দেখে আপনাকে বলতে হবে এর মধ্যে কতগুলি কালো বিন্দু রয়েছে। মন দিয়ে দেখুন তো। আপনার হাতে ২০ সেকেন্ড সময় রয়েছে এই বিন্দুগুলিকে গুনে ফেলার জন্য।
পারলেন কি? বলুন তো ক'টা বিন্দু রয়েছে ছবিতে?
নিশ্চয়ই খুব ধন্দে পড়েছেন। কালো বিন্দু গুলোর দিকে তাকালেই সেগুলো গায়েব হয়ে যাচ্ছে তো?
বললে কি বিশ্বাস করবেন, এই ছবিতে একটিও কালো বিন্দু নেই!
বিশ্বাস না হয় প্রতিটি সাদা লাইনকে দু আঙুলের ফাঁকে রেখে দেখুন। তাহলেই বুঝতে পারবেন।