এই সেই বাড়ি। ছবি: টুইটার।
মঙ্গলবার প্রবল ঝড় আছড়ে পড়ে আমেরিকার মেরিল্যান্ডে। সেই ঝড়ের দাপটে প্রায় মাঝখান থেকে দু’ভাগ হয়ে গেল মেরিল্যান্ডের কলেজ পার্ক এলাকার একটি বাড়ি। সেই বাড়ির ছবি ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবি দেখে মনে হচ্ছে যেন কেউ দক্ষ হাতে সেই বাড়ি মাঝখান থেকে দু’ভাগ করে দিয়েছে।
এবিসি সংবাদ মাধ্যমের এক জন সাংবাদিক এই ঘটনার ভিডিয়ো প্রথম নেটমাধ্যমে পোস্ট করেন। তিনি লেখেন, “একেবারেই অবাস্তব বলে মনে হচ্ছে। মনে হচ্ছে ঝড়ের প্রকোপে পড়েই কলেজ পার্কের এই বাড়ি দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। আমি মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্থানীয় দুই ছাত্রের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, তাদের এক জন বন্ধু এই ঘরে বাস করত। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সুস্থ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।’’
মঙ্গলবার আমেরিকার মেরিল্যান্ড এবং ওয়াশিংটন জুড়ে প্রবল বাতাস এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বয়ে গিয়েছে। ঝড়ের কারণে মেরিল্যান্ড ও ওয়াশিংটনের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহও বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।