ছবি: সংগৃহীত।
ছোট্ট ভালুকের সামনে একটি বোর্ডে লেখা অঙ্কের ধাঁধা। সেই ধাঁধার উত্তর খুঁজতে হবে আপনাকে। অঙ্ক যদি আপনার পছন্দের বিষয় হয়, তবে এই চ্যালেঞ্জ নিয়ে দেখতে পারেন।
অঙ্কটির উত্তর অবশ্য দেওয়া আছে বোর্ডেই। চারটি সংখ্যা যোগ, বিয়োগ, গুন বা ভাগ করে উত্তর আসবে ৮। কিন্তু যোগ বিয়োগ গুন ভাগ চারটিই করা যাবে না। এর মধ্যে যেকোনও তিনটি সঙ্কেত ব্যবহার করে মেলাতে হবে উত্তর।
মোট চারটি সংখ্য়া হল ১০, ৫, ৬ এবং ৪। কী করে মেলাবেন উত্তর? সমাধান রইল এখানে। ১০/৫=২ * ৬=১২ - ৪ = ৮।