Viral Video

‘বিয়ে পরে হবে, আগে খেলা দেখব!’ বিরাটের শতরান দেখে বিয়ের মঞ্চেই লাফালাফি নবদম্পতির

এক বিয়েবাড়ির অনুষ্ঠানে এলইডি-র বড় পর্দা লাগানো রয়েছে। সেখানে চলছে ভারত-পাকিস্তানের ম্যাচ। অনুষ্ঠানের নিমন্ত্রিত অতিথিদের পাশাপাশি ম্যাচ দেখছেন নবদম্পতিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

তরুণ এবং তরুণী দু’জনেই ক্রিকেটের অনুরাগী। ছত্রিশ গুণ মিলে যাওয়ার পর সাত পাকে বাঁধা পড়ছেন তাঁরা। কিন্তু বিয়ের জন্য কি ভারত-পাকিস্তানের ম্যাচ ‘বলি’ দেওয়া সম্ভব? কোনও ভাবেই নয়। তাই বিয়েবাড়িতেই এলইডি-র বড় পর্দা লাগিয়ে দিলেন তাঁরা। লেহঙ্গা-শেরওয়ানি পরে নবদম্পতি বিয়েবাড়িতে ক্রিকেটের ম্যাচ দেখছেন। বিয়ের অনুষ্ঠান পরে সম্পন্ন হলেও ক্ষতি নেই। আগে ম্যাচ দেখা চাই। বিরাট কোহলির শতরান দেখে বিয়ের মঞ্চেই লাফিয়ে উঠলেন তাঁরা। বিয়ের সেরা উপহার পেয়ে গিয়েছেন যেন! সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।

Advertisement

‘সুপ্রিমো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বিয়েবাড়ির অনুষ্ঠানে এলইডি-র বড় পর্দা লাগানো রয়েছে। সেখানে চলছে ভারত-পাকিস্তানের ম্যাচ। অনুষ্ঠানের নিমন্ত্রিত অতিথিদের পাশাপাশি ম্যাচ দেখছেন নবদম্পতিও।

বরের পরনে সাদা শেরওয়ানি। নববধূর পরনে লেহঙ্গা। ম্যাচ দেখতে দেখতে বিয়ের পোশাকেই লাফিয়ে উঠলেন তাঁরা। কারণ, বিরাট কোহলি শতরান করেছেন। বিরাটের শতরান দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন তাঁরা। অতিথিরাও সেই আনন্দে সামিল হলেন। ঘটনাটি রবিবার গুজরাতের গান্ধীনগরে ঘটেছে। এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নজর কাড়ে অধিকাংশ নেটাগরিকদের। এক জন লিখেছেন, ‘‘ক্রিকেট অনুরাগী বলে কথা! বিয়ে পরে হবে। আগে তো ভারত-পাকিস্তানের ম্যাচ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement