ছবি: সংগৃহীত।
প্রেমিকের বিয়ে ভাঙতে কেরল থেকে উত্তরপ্রদেশে হাজির হলেন তরুণী। অভিযোগ, যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছে ওই তরুণীর এবং তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অন্যত্র বিয়ে করতে যান যুবক। এই ঘটনা জানাজানি হওয়ার পর যুবক ও তাঁর বাবাকে গ্রেফতার করে পুলিশ।
উত্তরপ্রদেশের সাহারানপুরের গাগলহেড়ি থানা এলাকায় ওই বিয়ের অনুষ্ঠান ছিল। হঠাৎ করেই বিয়ের আসরে উপস্থিত হন ওই তরুণী। বিয়ের অনুষ্ঠানে পৌঁছে তাঁদের সম্পর্কের কথা জানাতে থাকেন কনের বাড়ির আত্মীয়দের। এমন অভিযোগ ঘিরে হট্টগোল পড়ে য়ায় অনুষ্ঠান বাড়িতে ৷ কনের বাবা পুলিশে খবর দেন ৷
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রেমিকের বিয়ের খবর শুনে বিয়ের অনুষ্ঠানে চলে আসেন কেরলের এর্নাকুলাম জেলার ওই তরুণী। বরের নাম দিলবাহার। বিহারিগড়ের শেরপুর গ্রাম থেকে বরযাত্রীদের নিয়ে কনের বাড়ি এসেছিলেন তিনি। গাগলহাডি গ্রামে বসেছিল বিয়ের আসর। সেখানেই সটান হাজির হয়ে তরুণের সঙ্গে নিজের সম্পর্কের কথা সর্বসমক্ষে প্রকাশ করে দেন ওই তরুণী। তিনি জানিয়েছেন, দিলবাহার নামে বিয়ে করতে আসা যুবক কেরলে আসবাবপত্র তৈরির কাজ করেন ৷ সেখানেই সাত বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে। তাঁকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন দিলবাহার, এমনটাই দাবি কেরল থেকে আসা প্রেমিকার। তাঁর অভিযোগের ভিত্তিতে পণ্ড হয়ে যায় বিয়ে। কেরলের বাসিন্দা তরুণীর দাবি, তাঁকে দিয়ে গর্ভপাত করান অভিযুক্ত যুবক। বিয়ে করতে অস্বীকার করার পর ৩০ নভেম্বর কেরলের একটি থানায় দিলবাহারের বিরুদ্ধে অভিযোগও করেছিলেন তরুণী।