বিয়ের মণ্ডপেও বরের দেরি! ভাঙতে ভাঙতে কোনওমতে বাঁচল বিয়ে

ঘটনাটি ঘটেছে গুজরাতের দাহোড়ে। গত শুক্রবার সেখানেই এই বিয়ের আসরে ধুন্ধুমার বাধে। বিয়ে হওয়ার কথা ছিল সন্ধ্যায়। কিন্তু লগ্ন পেরিয়ে গেলেও বর এসে পৌঁছননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

আমদাবাদ শেষ আপডেট: ০৮ মে ২০২৩ ২২:০০
Share:

প্রতীকী ছবি।

বিয়ের মণ্ডপে দেরিতে পৌঁছেছিলেন। তার পর বিয়ে না করার জেদও ধরেছিলেন তিনিই। বরের এমন কাণ্ড দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছিল পাত্রীর পরিবার। শেষে তাঁদের রাগ ভাঙিয়ে বর-কনের বিয়ে দিল স্থানীয় প্রশাসন।

Advertisement

ঘটনাটি ঘটেছে গুজরাতের দাহোড়ে। গত শুক্রবার সেখানেই এই বিয়ের আসরে ধুন্ধুমার বাধে। বিয়ে হওয়ার কথা ছিল সন্ধ্যায়। কিন্তু লগ্ন পেরিয়ে গেলেও বর এসে পৌঁছননি। শেষে ৩০ বছরের পাত্র রাতের দিকে হাজির হন মন্ডপে। যা নিয়ে পাত্রীপক্ষ প্রবল ক্ষোভ প্রকাশ করে। বরকে যথেচ্ছ নিন্দামন্দও করেন তাঁরা। এর পরেই বর বিয়ে না করার সিদ্ধান্ত ঘোষণা করেন। যা শুনে আরও উত্তপ্ত হয়ে ওঠে বিয়েবাড়ির পরিস্থিতি।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেন স্থানীয় কাউন্সিলর। তিনি বেশ কয়েকজন পুলিশের সাহায্য নিয়ে দু’পক্ষকেই আলাদা করে বোঝান এবং শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন করে পাত্রীকে বরের সঙ্গে তাঁর নতুন বাড়িতে পাঠিয়ে তবেই বিদায় নেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement