Viral News

জব্বর নাম, মারকাটারি দাম! দীপাবলির আগে সোনার মিষ্টি কিনতে হুড়োহুড়ি, কোথায় মিলছে ‘সোনারি ভোগ’?

এই মিষ্টি বিক্রি করছে মহারাষ্ট্রের অমরাবতীর একটি দোকান। নাম দেওয়া হয়েছে ‘সোনারি ভোগ’। সেই মিষ্টির নাম যেমন জব্বর, তেমনই মারকাটারি তার দাম। প্রতি কেজি ‘সোনারি ভোগ’ বিক্রি হচ্ছে ১৪ হাজার টাকা দরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ০৯:২১
Share:

ছবি: সংগৃহীত।

সোনার মিষ্টি! সেই মিষ্টি শুধু দেখার বা দেখানোর জিনিস নয়, চাইলে কামড়ে খাওয়াও যাবে। তবে কামড় বসানোর আগে পকেট কিন্তু হালকা হবে বিস্তর। বাদাম, কাজু, কিশমিশ এবং পেস্তা মেশানো এই মিষ্টি বিক্রি করছে মহারাষ্ট্রের অমরাবতীর একটি দোকান। নাম দেওয়া হয়েছে ‘সোনারি ভোগ’। সেই মিষ্টির নাম যেমন জব্বর, তেমনই মারকাটারি তার দাম। প্রতি কেজি ‘সোনারি ভোগ’ বিক্রি হচ্ছে ১৪ হাজার টাকা দরে। দাম শুনে যদি বা ঘাবড়েও যান, তবু পিছিয়ে আসছেন না ক্রেতারা। বরং দীপাবলির আগে ওই মহার্ঘ মিষ্টি কিনতে নাকি নিয়মিত ভিড় হচ্ছে দোকানটিতে। অন্তত তেমনই দাবি দোকানের মালিকের।

Advertisement

ওই দোকানের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই বেশ কয়েক ডালা ১৪ হাজারি মিষ্টি বিক্রি হয়ে গিয়েছে। ক্রেতাদের উৎসাহ দেখে আরও নিষ্টি তৈরি হচ্ছে। সোনায় মোড়া মিষ্টি অবশ্য স্বর্ণকার নয়, ময়রার হাতেই তৈরি হচ্ছে।

কিন্তু কেন এত দাম সেই মিষ্টির? মিষ্টির দোকানের তরফে জানানো হয়েছে, ২৪ ক্যারেটের সোনার মোড়ক চাপানো হয়েছে মিষ্টিটিতে। শুধু অমরাবতী নয়, সারা মহারাষ্ট্রেই এই মিষ্টির চাহিদা দেখা যাচ্ছে। উল্লেখ্য, গত বছর এই মিষ্টিই ১১ হাজার কিলো দরে বিক্রি হচ্ছিল। এ বার তার দাম তিন হাজার টাকা বাড়ানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement