Love Relationship

‘তোমরা কী করছ’? দুই প্রেমিকের কাছে হাতে নাতে ধরা পড়লেন প্রেমিকা, তার পর? প্রকাশ্যে ভিডিয়ো

দু’জনকে দেখে কিছুটা ঘাবড়ে গিয়েই তরুণী প্রশ্ন করেন, তোমরা কী করছ এখানে? জবাবে তাঁর প্রেমিক তাঁকে প্রশ্ন করেন, ‘‘এই যুবককে তুমি কী ভাবে চেনো?’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৩ ১৯:৪৬
Share:

একটি পার্লারে পিঠে উল্কি বা ট্যাটু করাতে এসেছিলেন ওই তরুণী। ছবি: ইউটিউব থেকে।

একাধিক প্রেমিকের সঙ্গে একই সঙ্গে সম্পর্ক চালিয়ে নিয়ে যাচ্ছিলেন তরুণী। ‘প্রতারক প্রেমিকাকে’ শিক্ষা দিতে জোট বাঁধলেন দুই প্রেমিক। কৌশলে হাতে নাতে ধরলেন তরুণীকে। সেই ঘটনার একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে।

Advertisement

একটি পার্লারে পিঠে উল্কি বা ট্যাটু করাতে এসেছিলেন ওই তরুণী। সেখানেই উল্কির শিল্পীর ছদ্মবেশে হাজির ছিলেন তাঁর এক প্রেমিক। অন্য এক প্রেমিক দাঁড়িয়ে ছিলেন তাঁর সামনেই। সম্ভবত তাঁর সঙ্গেই ট্যাটু বা উল্কি করাতে পার্লারে এসেছিলেন ওই তরুণী। কিন্তু উল্কি আঁকার কাজ শুরু হওয়ার আগেই তরুণীর সামনে দাঁড়ানো যুবককে দেখা যায় অন্য একটি মোবাইল থেকে তরুণীর মোবাইলে ফোন করতে। মোবাইলটি সম্ভবত ছিল ট্যাটু শিল্পীর ছদ্মবেশী যুবকের। ফোন বাজতেই তরুণীর মোবাইলে ফুটে ওঠে তাঁর দ্বিতীয় প্রেমিকের নাম। বেজে ওঠে বিশেষ রিংটোন। এক প্রেমিকের সামনে দ্বিতীয় প্রেমিকের ফোন বাজতে দেখে ঘাবড়ে যান তরুণী। তাড়াহুড়ো করে উঠে পড়েন। কিন্তু তত ক্ষণে তরুণীর বাজতে থাকা ফোনটি হাতে নিয়ে নিজের মাস্ক খুলে ফেলেছেন ট্যুাটু শিল্পীর ছদ্মবেশে থাকা তাঁর আরেক প্রেমিক। তরুণী দেখতে পান তাঁর দুই প্রেমিক যাঁদের সঙ্গে তিনি আড়ালে প্রেমের সম্পর্ক চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, তাঁরা হাজির মুখোমুখি। তাঁর দু’পাশে।

দু’জনকে দেখে কিছুটা ঘাবড়ে গিয়েই তরুণী প্রশ্ন করেন, তোমরা কী করছ এখানে? জবাবে তাঁর প্রেমিক তাঁকে প্রশ্ন করেন, ‘‘এই যুবককে তুমি কী ভাবে চেনো? অনেক দিন ধরে আমাদের বোকা বানিয়ে আসছো তুমি এ বার তোমাকে হাতে নাতে ধরেছি।’’ ভিডিয়োয় এর পর তরুণীকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘‘এসব কী হচ্ছে!’’ তার পর অবশ্য সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি।

Advertisement

ওই ভিডিয়ো পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই কোটি বার দেখা হয়ে গিয়েছে। যা দেখে অনেকেই মন্তব্য করেছেন, ‘‘যা হয়েছে, একদম ঠিক হয়েছে।’’ আবার কেউ লিখেছেন, ‘‘ওঁর পিঠে উল্কি করে লিখে দেওয়া উচিত ছিল, ঠগ বা প্রতারক। সেটাই হত ওঁর উচিত শাস্তি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement