Viral News

বিদ্যুৎ সরবরাহ দফতরে ঘুরছে বিশাল অজগর, উদ্ধারে আঁধার নামল গোটা শহরে

দফতরের ভিতর অজগর ঘোরাফেরা করছে দেখে সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেওয়া হয়। খবর পেয়ে সেখানে পৌঁছন বন দফতরের কর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৭
Share:

—প্রতীকী ছবি।

শহরের ব্যস্ততম এলাকা। কিন্তু বহু ক্ষণ বন্ধ বিদ্যুৎ পরিষেবা। ঘুটঘুটে অন্ধকার চারদিক। কারণ, শহরের প্রধান বিদ্যুৎ সরবরাহ দফতরের ভিতর বিশাল অজগর ঢুকে পড়েছে। দফতরের ভিতরেই ঘোরাফেরা করে চলেছে সে। অজগরটিকে উদ্ধার করতে বন্ধ রাখতে হয়েছে বিদ্যুৎ পরিষেবা।

Advertisement

ঘটনাটি শনিবার লখনউয়ের ক্লাইড রোড এলাকায় ঘটেছে। দফতরের ভিতর অজগর ঘোরাফেরা করছে দেখে সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেওয়া হয়। খবর পেয়ে সেখানে পৌঁছন বন দফতরের কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সরবরাহ দফতরের কর্মীরাও। অজগরটিকে উদ্ধার করার জন্য বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়। তার পর বন দফতরের কর্মীরা সাপটিকে উদ্ধার করেন। অজগরটি উদ্ধার করার পর আবার এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। তবে বিদ্যুৎ দফতরের ভিতর অজগরটি কী ভাবে ঢুকে পড়ল সে বিষয়ে কিছু জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement