Viral Video

বাঘমামার খাঁচায় ঢুকে ছবি! গর্জনেই আত্মারাম খাঁচাছাড়া, পালিয়ে বাঁচলেন দুই তরুণ

লাঠি দিয়ে খোঁচা দিতেই বাঘমামা গেল বেজায় রেগে। তার এক হুঙ্কারেই পাশে বসে থাকা দুই যুবক কুপোকাত।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১১:৫২
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বাঘের খাঁচায় বসে ছবি তুলছেন দুই তরুণ। বাঘটিও চুপ করে বসে রয়েছে। তবে লাঠি দিয়ে খোঁচা দিতেই বাঘমামা গেল বেজায় রেগে। তার এক হুঙ্কারেই পাশে বসে থাকা দুই তরুণ কুপোকাত। সম্প্রতি এমনই একটি মজার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিচিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল হয়ে পড়া ভিডিয়োটি তাইল্যান্ডের ‘দ্য মিলিয়ন ইয়র্স স্টোন পার্ক অ্যান্ড ক্রোকোডাইল’ ফার্মের একটি বাঘের খাঁচায় ক্যামেরাবন্দি করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে দুই তরুণ বাঘের খাঁচায় ঢুকেছেন ছবি তোলার জন্য। এক জন বাঘের পাশে পোজ় দিয়ে দাড়িয়ে রয়েছেন, অন্য জন বসে রয়েছেন। শিকল দিয়ে বাঁধা বাঘমামাও চুপটি করে শুয়ে রয়েছে। কিন্তু পাশ দিয়ে লাঠির খোঁচা দিতেই হল বিপদ। প্রথম দু’বার সেই খোঁচায় বিশেষ পাত্তা না দিলেও, তৃতীয় বারের খোঁচায় বাঘমামা গেল বেজায় রেগে। করে উঠল হুঙ্কার। সেই হুঙ্কারের আওয়াজেই দুই তরুণের প্রাণ যেন শুকিয়ে গেল। পড়ি কি মড়ি করে তাঁরা খাঁচা থেকে দৌড়ে বেড়িয়ে যায়। ও দিকে বাঘমামা অবাক চোখে তাঁদের এই অবস্থা দেখতে থাকে। প্রাণ বাঁচিয়ে খাঁচার বাইরে বেড়িয়ে এসে এক জন মাটি ছুঁয়ে প্রণামও করেন।

মজার এই ভিডিয়োটি ‘অ্যারন১৯৮০৯৬’ নামক অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। ভিডিয়োটিতে ইতিমধ্যে পাঁচ হাজারেরও বেশি ইউজ়ার ভালবাসা এঁকে দিয়েছেন। অনেকেই নানা হাসির মন্তব্য করেছেন। কেউ আবার বাঘের এই বন্দিদশা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement