Cartoon Food

সাধারণ খাবার কার্টুনের চরিত্র হয়ে ওঠে তাঁর হাতের ছোঁয়ায়! ভিডিয়ো দেখে বিস্ময়

খাবারকে কার্টুন বানিয়ে ফেলার এই অভিনব প্রতিভা হইচই ফেলে দিয়েছে ইন্টারনেটে। সমাজ মাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গিয়েছে জেকব ফুড ডায়েরি নামের অ্যাকাউন্টের এক একটি পোস্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৪ ২১:৫৭
Share:

ছবি : ইনস্টাগ্রাম।

যেকোনও খাবারকেই কার্টুুনের চরিত্র বানিয়ে দিতে পারেন তিনি। তাঁর হাতের ছোঁয়ায় কখনও মোমো হয়ে যায় ডোনাল্ড ডাক, কখনও বা প্রাতঃরাশের খাবার দাবার রূপ নেয় মিকি মাউসের। টম অ্যান্ড জেরি বা গারফিল্ড, কিংবা মোয়ানার মুরগী হেইহেইও খাবার প্লেটে জীবন্ত হয়ে ওঠে কখনও ভাত, কখনও রুটি কখনও ন্যুডলস, ডিম সব্জি পাঁউরুটি দিয়ে।

Advertisement

খাবারকে কার্টুন বানিয়ে ফেলার এই অভিনব প্রতিভা হইচই ফেলে দিয়েছে ইন্টারনেটে। সমাজ মাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গিয়েছে জেকব ফুড ডায়েরি নামের অ্যাকাউন্টের এক একটি পোস্ট।

শিল্পীর নাম লালে মোহমেডি। অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা লালে। লালে জানিয়েছেন, তাঁর খাবার নিয়ে খেলা করার স্বভাব যে এমন ভাইরাল হয়ে যাবে তা ভাবতেই পারেননি তিনি। তবে একই সঙ্গে লালে জানিয়েছেন, তিনি তাঁর সাজানো খাবারের কিছুই নষ্ট করেননা। নষ্ট যাতে না হয়, সেভাবেই খাবার বানান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement