Fireworks

জন্মদিনের পার্টিতে ঢালাও বাজি উৎসব! চোখের পলকে হঠাৎ বদলে গেল পরিস্থিতি

পাশে জ্বলতে থাকা তুবড়ি থেকে আগুনের ফুলকি হঠাৎই ছিটকে এল শিশুটির দিকে। মাটির কাছাকাছি বসে থাকায় শিশুটি কোনক্রমে বাঁচলেও তাঁর মায়ের মাথায় এসে লাগে সেই আগুন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৪ ২০:৩৯
Share:

ছবি: এক্স (সাবেক টুইটার)।

এক ছোট্ট শিশুকন্যার জন্মদিনের উদযাপন চলছিল। ফুল দিয়ে সাজানো খাটে শিশুটিকে বসানো ছিল। আর তার চারপাশে দেড়-দু’হাত দূরত্বের মধ্যেই অবিরাম ফাটছিল বাজি। সামনে দাঁড়িয়েছিলেন শিশুটির বাবা-মাও। হঠাৎই ঘটে গেল দুর্ঘটনা।

Advertisement

পাশে জ্বলতে থাকা তুবড়ি থেকে আগুনের ফুলকি হঠাৎই ছিটকে এল শিশুটির দিকে। মাটির কাছাকাছি বসে থাকায় শিশুটি কোনক্রমে বাঁচলেও তাঁর মায়ের মাথায় এসে লাগে সেই আগুন। জখম হন তিনি। শিশুটি ভয় পেয়ে কাঁদতে শুরু করে। তবে এত কিছুর পরেও তাঁদের ঘিরে চারপাশের বাজির ফোয়ারা বন্ধ হয় না। বিপজ্জনক ভাবে জলতে থাকে। ছিটকে আসতে থাকে আগুনের ফুলকি।

এই ভিডিয়ো দেখার পরে ক্ষুব্ধ নেটাগরিকেরা প্রশ্ন তুলেছেন শিশুটির বাবা-মায়ের দায়িত্বজ্ঞান নিয়ে। অনেকেই বলেছেন, বাহুল্যের প্রদর্শন করতে গিয়ে কাণ্ডজ্ঞান ভুলেছেন বাবা-মা। এতটাই যে, শিশুটির নিরাপত্তার কথাও ভাবেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement