ইস্তানবুলে দাউদাউ করে জ্বলছে সুউচ্চ অট্টালিকা। ভিডিয়ো থেকে প্রাপ্ত ছবি।
গগনচুম্বী বহুতলের উপর থেকে নীচ পর্যন্ত জ্বলছে আগুন। রাতের আকাশ ঢেকে দিয়েছে কালো ধোঁয়া। রবিবার এমনই দৃশ্যের সাক্ষী থাকল তুরস্কের রাজধানী ইস্তানবুল। দমকলের অনেক গুলি গাড়ি আনার পরেও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। তবে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। আগুন লাগার পর ওই আবাসনের সকলকেই নিরাপদে নীচে নামানো সম্ভব হয়েছে।
কী কারণে আগুন লেগেছে, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে বহুতলটিতে আগুন লাগার একটি ভয়ঙ্কর ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় অনেকেই বিভিন্ন মন্তব্য করেন। কেউ কেউ প্রার্থনা করে লেখেন, “সবাই যেন সুস্থ থাকে”। কেউ আতঙ্কে লেখেন, “জানি না, কী ভাবে এই আগুন নিয়ন্ত্রণে আসবে।”
সপ্তাহখানেক আগেই ইস্তানবুলের আরও একটি বহুতল আবাসনে আগুন লেগেছিল। সেই ঘটনায় তিন জনের মৃত্যু হয়। শহরে বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় চিন্তিত প্রশাসন।