ছবি: সংগৃহীত।
চোখের ধাঁধার পরীক্ষায় যেমন সমাধানের তৃপ্তি আছে, তেমনই আছে নিজের বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলার রোমাঞ্চও। তার চেয়েও বড় কথা হল বিশেষজ্ঞরা এই ধরনের খেলার উপযোগিতা মানেন। তাঁরা বলেন, ছোট খাট চ্যালেঞ্জ হলেও আমাদের মস্তিষ্ক যত বেশি পরীক্ষার মুখে পড়বে তত বেশি সক্রিয় হবে বুদ্ধিমত্তা। ছবির এই খেলা তাই নেহাত খেলা নয়।
ধাঁধা।
এখানও বাবা ছেলের ছবির মধ্যে কয়েকটি তফাৎ রয়েছে। আপনার চ্যালেঞ্জ হল সেই তফাৎগুলি খুঁজে বার করা।
ছবিটি বাবা আর তাঁর সদ্যোজাত সন্তানের। বাবা ন্যাপি বদলাচ্ছেন। সন্তান হাসিমুখে তাকিয়ে বাবার দিকে। পাশে রাখা শিশুদের যত্ন নেওয়ার সরঞ্জাম।
পাশাপাশি একইরকম দু’টি ছবি রয়েছে। তবে দু’টি ছবি এক নয়। তফাৎ কোথায় কোথায় রয়েছে, সেটিই খুঁজে বের করতে হবে। হাতে সময় ১৫ সেকেন্ড।
খুঁজে পেলেন কি?
নীচের সমাধানের সঙ্গে মিলিয়ে নিন আপনার উত্তর।
সমাধান।