—ফাইল চিত্র।
মোরাম বিছানো রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন কনে। তাঁর বিয়ের আংটি হঠাৎই পড়ে গেল রাস্তায়। সেই আংটিই খুঁজে বার করার দায়িত্ব দিয়েছেন তিনি নেটাগরিকদের।
সমাজমাধ্যম রেডিটের পাতায় ওই ছবি দিয়ে কনে লিখেছেন, ‘‘আংটিটা এখানেই কোথাও হারিয়ে গিয়েছে। আপনারা কি কেউ খুঁজে বার করতে পারবেন?’’
অবশ্য এমন নয়, আংটি খুঁজে না পেলে তাঁর বিয়ে হবে না। কারণ বিয়ে অ্যাদ্দিনে হয়েই গিয়েছে।
ছবি: সংগৃহীত।
কনে লিখেছেন, বিয়ের আংটিটি তিনি তখনই খুঁজে পেয়ে গিয়েছিলেন তিনি। কারণ আংটিটা কোথায় পড়েছে তা দেখেছিলেন তিনি। কিন্তু আংটিটা তুলতে গিয়ে তার মাথায় আচমকাই খেলে যায় দুষ্টুবুদ্ধি।
রেডিটে ওই তরুণী লিখেছেন, ‘‘আংটিটা তোলার আগে ভাবলাম, আমি বরং একখানা ছবি তুলে রাখি। সেই ছবিই এখানে দিচ্ছি।’’
আংটির ওই ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। নেটাগরিকদের অধিকাংশই ওই ছবির নীচে জানিয়েছেন, তাঁরা তন্ন তন্ন করে খুঁজেও আংটির খোঁজ পাননি।
আবার এক দল লিখেছেন, ছবিতে প্রথম দর্শনে আংটি খুঁজে না পেলেও ছবিটি বড় করে দেখতেই এক লহমায় আংটির সন্ধান পেয়েছেন।
কোথায় খুঁজতে হবে তার ‘ক্লু’-ও দিয়েছেন কেউ কেউ। অনেকেই লিখেছেন ছবির মাঝ বরাবর মন দিয়ে খুঁজলেই আংটি খুঁজে পাওয়া যাবে।
আপনি এঁদের মধ্যে কোন দলে?
আংটি খুঁজে পেলেন নাকি সমাধানের জন্য স্ক্রল ডাউন করছেন।
না পেলে আরও একটু চেষ্টা করেই দেখুন না।
সমাধান দেখে ফেললেই তো সব শেষ।
নেহাৎ যদি আপনার ধৈর্য্যচ্যুতি হয়েই থাকে তবে দেখে নিন সমাধান।
আর যাঁরা খুঁজে ফেলেছেন, তাঁরা মিলিয়ে নিন উত্তর। নীচে দেখানো রইল কোথায় আছে আংটি।
ছবি: সংগৃহীত।