Brain Teaser

নিজস্বী তুলছে এক ভ্যাম্পায়ারও! চিনে নিতে পারবেন তাকে?

আক্ষরিক অর্থে রক্তচোষা বাদুর হলেও বহু গল্পে সিনেমায় এই ভ্যাম্পায়ারদের দেখা গিয়েছে গাছে ঝুলে নয়, দিব্যি দু’পেয়েদের ভিড়ে মানুষের মতোই পোশাক পরিচ্ছদ পরে ভিড়ে মিশে থাকতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ মে ২০২৪ ২৩:৩৯
Share:

ছবি: সংগৃহীত।

ভ্যাম্পায়ারদের গল্প কে না পড়েছে! আক্ষরিক অর্থে রক্তচোষা বাদুর হলেও বহু গল্পে সিনেমায় এই ভ্যাম্পায়ারদের দেখা গিয়েছে গাছে ঝুলে নয়, দিব্যি দু’পেয়েদের ভিড়ে মানুষের মতোই পোশাক পরিচ্ছদ পরে ভিড়ে মিশে থাকতে। বিশেষ বিশেষ সময়ে যদিও সেই রূপ বদলেছে। তখন তাদের ঠোঁটের দু’পাশ থেকে বেরিয়ে এসেছে শ্বদন্ত। শিকারের ঘাড়ে চেপে বসেছে সেই দাঁত। চুঁইয়ে পড়েছে রক্ত। এখানে অবশ্য সেসব কিছু ঘটেনি।

Advertisement

তবে উপরের ছবিতেও লুকিয়ে আছে মানুষরূপী এক ভ্যাম্পায়ার। ছবিতে একদল যুবককে দেখা যাচ্ছে নিজস্বী তুলতে। তাদের হাসিমুখ। হাতে জিম ব্যাগ। এদের মধ্যে লুকিয়ে থাকা ভ্যাম্পায়ারকেই চিনে নিতে হবে আপনাকে। পারবেন কি? মন দিয়ে দেখুন। আর ভ্যাম্পায়ারের বৈশিষ্ট্যগুলি মনে করুন। পারলেন কি খুঁজে বার করতে। না হলে নীচে দেওয়া রইল সমাধান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement