—ফাইল চিত্র।
আপনি যদি অঙ্ক ভালবাসেন তবে এই ধাঁধা আপনার জন্য বাঁ হাতের খেল। তাই অঙ্কপ্রেমীদের জন্য এই প্রশ্নের উত্তর বলার জন্য নির্ধারিত সময় মাত্র ৩০ সেকেন্ড। তার মধ্যেই দিতে হবে জবাব।
প্রশ্নটা হল ছোটবেলার পাটিগণিতের সহজ অঙ্ক। ট্রেনের গতিবেগ কত বলতে হবে।
প্রশ্নটি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সেখানেই জানতে চাওয়া হয়েছে, একটি ট্রেন যদি ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে দৌড়য়, তবে প্রতি সেকেন্ডে ট্রেনের গতিবেগ কত?
ভাবুন তো কত হবে?
উত্তর হল প্রতি সেকেন্ডে ২০ মিটার। দেখুন আপনার সঙ্গে উত্তর মিলল কি না।