ছবি: সংগৃহীত।
নয় আর ছয়কে আলাদা করতে হবে। কাজটা মোটেই সহজ নয়। কারণ দু’টি সংখ্যারই আকার এক। তফাৎ শুধু সোজা-উল্টোর। নয়কে উল্টে দিলেই হয় ছয় বা ছয়কে উল্টোলে নয়। আর যে ছবি থেকে খুঁজে বার করার কাজ, সেই ছবিতে রাশি রাশি নয়ের সারি। তার মধ্যে লুকিয়ে রাখা হয়েছে একটি মাত্র ছয়কে। দৃষ্টি প্রখর খুঁজে বার করতে আপনার পাঁচ সেকেন্ড বা তারও কম সময় লাগার কথা। নজর দুর্বল হলে সময় লাগবে বেশি।
উপরের ছবিটি ভাল করে দেখুন। প্রতিটি সারিতে নজর বোলান। খুঁজতে গেলে চোখ ধাঁধিয়ে ফেললে চলবে না। আবার নীচে স্ক্রল করে উত্তর দেখে নিলেও চলবে না।
খুঁজতে খুঁজতে চোখ ধাঁধালে সব ‘নয়ছয়’ হওয়ার ভয় রয়েছে। তাই মন দিয়ে পরীক্ষা করুন।
পাঁচ সেকেন্ডে খুঁজে পেলেন কি?
নীচের ছবির সঙ্গে নিজের জবাব মিলিয়ে নিন।