—ফাইল চিত্র।
হাতে কিছুটা সময় আছে? তবে এক মিনিটে মস্তিষ্কের কসরৎ করে নিন বরং। একটি ছবির মধ্যে থেকে খুঁজে ফেলতে হবে ছ’টি পশুর প্রতিকৃতি। ছবিটি সাদা কালো। তাতে ন্যাড়া গাছপালা ডালপালা মেলে রেখেছে। সেই ডাল পালাতেই তৈরি হয়েছে নানারকম আকৃতি। শরতের মেঘ যেমন মাঝে মধ্যে হাতি কিংবা টেডি বিয়ারের চেহারা নেয়, এ-ও তেমনই।
তবে পাশাপাশি অনেক ডালপালা থাকায় এখানে ওই চেহারা খুঁজে পাওয়া একটু কষ্টসাধ্য মনে হতে পারে। সে কথা মাথায় রেখেই ধাঁধার সমাধানের জন্য দেওয়া হয়েছে ৬০ সেকেন্ড সময়। অর্থাৎ পুরোপুরি একটি মিনিট।
ছবিটি ভাল করে দেখে নিন, একটু খেয়াল করলেই ফুটে উঠতে শুরু করবে বিভিন্ন পশুর চেহারা। শুধু চেহারা দেখলে চলবে না অবশ্য। কিসের চেহারা তা-ও বুঝতে হবে।
সাহায্যের জন্য ছোট্ট একটি টিপস দেওয়া যেতে পারে। ছবিতে কোথাও পায়ের আকৃতি তৈরি হচ্ছে কি না খেয়াল করুন। বা কানের আকৃতিতে নজর দিন। তা হলে সহজ হতে পারে খোঁজ।
তবে দ্রুত স্ক্রোল করে নীচে গিয়ে উত্তর দেখে ফেললে চলবে না। ধাঁধার প্রতি সৎ থাকতে হবে।
এক মিনিট সময় মেপে নিয়ে স্টপ ওয়াচ চালু করে দিয়ে খেলাটা খেলতে শুরু করা উচিত।
এক মিনিট শেষ হলে তার পরেই চোখ রাখুন উত্তরে।
মনে রাখবেন এই ধরনের ধাঁধার সমাধান নিয়মিত করলে বুদ্ধিমত্তা যে বাড়ে, তা বলেছেন বিশেষজ্ঞরাই।
আপনি কী পারলেন উত্তর খুঁজে পেতে?
নীচে রইল উত্তর।