ছবি: সংগৃহীত।
চোখের সামনে তো কত কিছুই ঘটে যায়। সে সব হয়তো নজরও করে আপনার দৃষ্টি। কিন্তু খতিয়ে দেখে কি? কোনটা ঠিক বা কোনটা ভুল। কোনও ‘অস্বাভাবিক ’ঘটনা ঘটছে কি না। মস্তিষ্ক কতটা সচল, তা বোঝা যায় কত দ্রুত আমরা সেটা বুঝতে পারছি, তার উপর।
ছবি: সংগৃহীত।
উপরের ছবিতে এমন আপাত দৃষ্টিতে স্বাভাবিক কিন্তু আদতে ‘অস্বাভাবিক’ ঘটনা রয়েছে। সেগুলিকে চিহ্নিত করাই কাজ।
সমীক্ষা বলছে, বুদ্ধিমানেরা ৯ সেকেন্ডেই এই ধাঁধার সমাধান করতে পারেন।
আপনিও কি পারলেন?
ভাল করে খুঁজে দেখুন। তার পর নীচের সমাধানের সঙ্গে মিলিয়ে নিন উত্তর।
ছবি: সংগৃহীত।