ছবি: সংগৃহীত।
দু’টি ছবির মধ্যে তফাৎ খুঁজে বার করতে হবে ৭ সেকেন্ডের মধ্যে। দু’টি ছবিই পর পর সাজানো আছে। প্রথম ছবিতে এমন অনেক কিছুই রয়েছে যা উধাও হয়ে গিয়েছে দ্বিতীয় ছবিতে। যদি ধাঁধার সমাধানে পটু হন, তবে এ ধাঁধার সমাধান করতে ১০ সেকেন্ডও লাগবে না আপনার।
ছবিটি একটু অদ্ভুত। একটু অবাস্তবও। একটি রেস্তরাঁর ভিতরের ছবি। সেখানে এক অতিথির টেবিলের সামনে খাবারের অর্ডার নিতে এসেছে ওয়েটার । তবে সে মানুষ নয়, বিড়াল!
ছবি১
দ্বিতীয় ছবিটিও প্রায় একই। তবে অবিকল এক নয়। ছোট্ট ছোট্ট বিষয় উধাও হয়ে গিয়েছে এই ছবি থেকে।
ছবি২
সমাধান নীচেই রয়েছে। কিন্তু আপনি কি আগেই সমাধান দেখে নেবেন? নাকি আরও একবার চেষ্টা করবেন দু’টি ছবি মিলিয়ে দেখার?
মোট পাঁচটি তফাৎ খুঁজে বার করতে হবে। তার জন্য সময় বরাদ্দ আট সেকেন্ড।
মাত্র আট সেকেন্ড সময় দিয়ে দেখুন নিজেকে। হয়তো ফলাফল দেখে চমকে যেতেও পারেন। হয়তো দেখা গেল সময় ফুরনোর আগেই খুঁজে পেয়ে গেলেন।
তা হলে বুঝতে হবে যেকোনও ধাঁধার সমাধানে দক্ষতা আছে আপনার।
তার পরেও না খুঁজে পেলে নীচে এগিয়ে যান।
পার্থক্যগুলো লাল রঙে দাগ দেওয়া আছে।
টেবিলের নুন-মরিচ দান থেকে শুরু করে ওয়েটারের জামার বোতাম সবই উধাও হয়েছে।
কী ছিল কী নেই?