Brain Teaser

বুদ্ধিমত্তা কি তীক্ষ্ণ? তা হলে ৮ সেকেন্ডেই এই ছবি থেকে আপেল খুঁজে বার করতে পারবেন

একটা ছোট্ট টিপস দেওয়া রইল আপেল মানেই কিন্তু লাল রঙের হতে হবে তার কোনও মানে নেই। ছবিটি অত্যন্ত মন দিয়ে দেখতে হবে। তা হলেই চোখের সামনে ফুটে উঠবে যা খুঁজছেন, তা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৭:৫৩
Share:

—ফাইল চিত্র।

আমাদের মেধা কতখানি তা নিরূপন করে আইকিউ যাকে বাংলায় বলা হয় বুদ্ধ্যঙ্ক বা বুদ্ধিমত্তা। এই পরীক্ষা সেই বুদ্ধ্যঙ্কে শান দেওয়ার। গবেষকেরা বলছেন, বুদ্ধিমত্তা বেশি হলে ৮ সেকেন্ডেই নীচের ছবি থেকে একটি আপেলকে খুঁজে বার করতে পারবেন। না হলে সময় লাগবে বেশি।

Advertisement

ছবিটির শৈলীতে রয়েছে জাপানি চিত্রকলার ছোঁয়া। মায়ের হাত ধরে দাঁড়িয়ে থাকা সোনালি চুলের খুদেকে সাদর আপ্য়ায় করছেন এক ব্যক্তি। ঘরের দেওয়ালে হলুদ কাঠের কারুকাজ। মেঝেতে লাল রঙের গালচে। আরও বহু ছোট খাটো আসবাব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘর জুড়ে। তার মধ্যেই লুকিয়ে রয়েছে আপেল।

আপনি কি খুঁজে পেলেন?

Advertisement

একটা ছোট্ট টিপস দেওয়া রইল আপেল মানেই কিন্তু লাল রঙের হতে হবে তার কোনও মানে নেই। ছবিটি অত্যন্ত মন দিয়ে দেখতে হবে। তা হলেই চোখের সামনে ফুটে উঠবে যা খুঁজছেন, তা।

না পেলে নীচে দেওয়া হল সমাধান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement