Optical Illusion

আকারে আলাদা কিন্তু স্বাদে আর রঙে কিছু কিছু মিল, দু’রকম ফল মিলিয়ে দেওয়া হয়েছে, আলাদা করতে হবে

একটি ছবিতে অনেক স্ট্রবেরির মধ্যে মিলিয়ে দেওয়া হয়েছে টোম্যাটো। ক’টি টোম্যাটো মিশে রয়েছে বলা হবে না। আপনাকেই খুঁজে বার করতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৪ ১৯:২৭
Share:

ছবি: সংগৃহীত।

দু’টি ফলের মধ্য়েই প্রচুর মিল। এক রকম রং। এক রকম ভাবে মাথার লেগে থাকা সবুজ ‘টুপি’র মতো বৃন্ত। স্বাদ টক-মিষ্টি। গুণও এক ধরনের। দু’টি ফলই ভিটামিন-সিতে ভরপুর। কিন্তু এই সব এই ধাঁধার বিষয় নয়। এ সব বলার কারণ ধাঁধাকে আরও ধাঁধিয়ে দেওয়া। যাতে পরীক্ষা আরও কঠিন হয়ে ওঠে।

Advertisement

ধাঁধা।

দু’টি ফল বলতে স্ট্রবেরি আর টোম্যাটো। আর পরীক্ষা বলতে চোখের পরীক্ষা। যাকে বলে অপটিক্যাল ইল্যুশন। চোখ ধাঁধানো ধাঁধা।

একটি ছবিতে অনেক স্ট্রবেরির মধ্যে মিলিয়ে দেওয়া হয়েছে টোম্যাটো। ক’টি টোম্যাটো মিশে রয়েছে বলা হবে না। আপনাকেই খুঁজে বার করতে হবে।

Advertisement

দেখুন তো উপরের ছবিতে স্ট্রবেরির আড়ালে ঠিক কত গুলো টোম্যাটো লুকিয়ে আছে?

নীচে উত্তর দেওয়া আছে কিন্তু সেটা আগে দেখে নিলে মজাটাই মাটি।

আপনাকে দশ সেকেন্ড সময় দেওয়া হল তার মধ্যে খুঁজে বার করুন জবাব।

উত্তর মিলল কি না মিলিয়ে নিন নীচের ছবি থেকে।

সমাধান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement