ছবি: সংগৃহীত।
সরবত খাওয়ার একটি স্ট্র চোখের সামনেই রাখা আছে। অথচ চট করে দেখা যাবে না। তার কারণ ছবি জুড়ে নজর করার মতো আরও অনেক কিছু রয়েছে। বুদ্ধিমানেরা অবশ্য তাতে মন সংযোগ ব্যাহত হতে দেবেন না। তাঁরা অপ্রয়োজনীয় বিষয়ের ভিড় থেকে ঠিক খুঁজে ফেলতে পারবেন লুকিয়ে থাকা কাঙ্খিত বস্তুটি। নীচের ছবিতে সেই চ্যালেঞ্জই রয়েছে।
ধাঁধা
দৃশ্যটি ছোটদের লাইব্রেরির। সেখানে আশে পাশে রাখা থরে থরে বই। ঘরের মাঝখানে বই নিয়ে ছোটাছুটি করে বেড়াচ্ছে কচিকাঁচারা। এই সব কিছুর মধ্যেই রয়েছে একটি সাদা রঙের স্ট্র।
চ্যালেঞ্জটি কঠিন। তাকে আরও বেশি কঠিন করে দিয়েছে বাঁধাধরা সময়। ছবি থেকে ওই স্ট্র টিকে খুঁজে বার করতে হবে ৩০ সেকেন্ডের মধ্যে।
স্ট্র খোঁজার একটি ছোট্ট টিপস রইল। যেখানে স্ট্র থাকার স্বাভাবিক সম্ভাবনা, শুধু সেখানে স্ট্র খুঁজলে হবে না। ভাল করে দেখতে হবে ছবির চারপাশ।
দেখতে পেলেন কি? ৩০ সেকেন্ড কিন্তু খুব একটা কম সময়ও নয়। না পারলে নীচে দেওয়া রইল সমাধান।
সমাধান।