ছবি: সংগৃহীত।
ছাপাখানার যখন রমরমা হয়নি। তখন বইয়ের অলঙ্করণের জন্য ব্যবহার করা হত কাঠের ব্লক। সেই ব্লকে খোদাই করে আঁকতেন শিল্পীরা। তারপর সেই ব্লকে কালি লাগিয়ে তার ছাপ দেওয়া হত ছাপার পাতায়। নাম ছিল উড ব্লক পেন্টিং। এই ছবিটিও সেই পদ্ধতিতে আঁকা একটি গোলাপ ফুলের।
ধাঁধা।
তবে এই গোলাপের ছবিটি শুধু ছবি নয়। এর মধ্যে লুকিয়ে আছে ধাঁধা। কাঠের ব্লকে গোলাপের মধ্যেই শিল্পী লুকিয়ে রেখেছেন একটি মেয়ের মুখের আদল।
ফুলের ভিতর লুকিয়ে রাখা সেই ফুলকুমারীকে খুঁজতে হবে আপনাকে। দেখুন তো পেলেন কি না?
সোজাসুজি দেখতে না পেলে ছবিটি একটু ঘুরিয়েও নিতে পারেন। ওই দেখুন একটা ক্লু দিয়ে ফেললাম।
কাজে লাগল কী? দেখতে পেলেন তাকে?
এখনও না পেলে নীচে রইল সমাধান।
সমাধান।