ছবি: সংগৃহীত।
জঙ্গলের আলো আঁধারিতে চোখে ঝিলমিল লেগে যাওয়া স্বাভাবিক। এই ছবি সেই জঙ্গলেরই। তবে চোখে ঝিলমিল লাগলে মুশকিল। কারণ এই ছবি থেকেই খুঁজে বার করতে হবে একটি হরিণকে। যে হরিণ চমকে না বেড়াক, দৃষ্টি এড়াতে পারে। বুদ্ধিমানেরা অবশ্য তাদের মাথা আর চোখকে যথাযথ ভাবে কাজে লাগিয়ে ৮ সেকেন্ডের মধ্যে হরিণটিকে খুঁজে ফেলতে পারবেন।
এই জঙ্গলে নদী আছে। আছে সার দেওয়া গাছ। চারপাশে সবুজালির ছাওয়ায় গাছের গুঁড়িও সবুজ রঙেরই দেখতে লাগছে। এঁকে বেঁকে মাথা তোলা এই সব গাছের আড়ালেই থমকে দাঁড়িয়েছে একটি হরিণ। তবে দৃষ্টি আর পর্যবেক্ষণ ক্ষমতা প্রখর হলে কোনও আড়ালই আপনার চোখকে ফাঁকি দিতে পারবে না।
দেখুন তো হরিণটিকে খুঁজে পেলেন কি না। আট সেকেন্ডের মধ্যে খুঁজে না পেলে নীচের উত্তরে চোখ রাখতে পারেন। তবে উত্তর দেখার আগে একটা শেষ চেষ্টা করতে ভুলবেন না।