Viral Video

শুরু পুষ্পার ‘রাজ’! লাফিয়ে মঞ্চে উঠে অল্লুর পায়ে পড়লেন ভক্ত, চমকে দিলেন নায়কও

প্রিয় অভিনেতাকে এত কাছ থেকে দেখতে পেয়ে আর নিজেকে সামলাতে পারেননি এক তরুণ। মঞ্চে লাফিয়ে উঠে অল্লুর পা ধরে শুয়ে পড়লেন তিনি। সঙ্গে সঙ্গে মঞ্চে ছুটে যান নিরাপত্তারক্ষীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ ১২:৫৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’। ছবিমুক্তির আগে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় প্রচারানুষ্ঠানে যাচ্ছেন দক্ষিণী তারকা অল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দনা। সম্প্রতি সেই ছবির প্রচারানুষ্ঠানে হায়দরাবাদে গিয়েছিলেন দু’জনে। মঞ্চ ঘিরে উপচে পড়ছিল অনুরাগীদের ভিড়। মঞ্চে দাঁড়িয়ে কথা বলছিলেন অল্লু। প্রিয় অভিনেতাকে এত কাছ থেকে দেখতে পেয়ে আর নিজেকে সামলাতে পারেননি এক তরুণ। মঞ্চে লাফিয়ে উঠে অল্লুর পা ধরে শুয়ে পড়েন তিনি।

Advertisement

সঙ্গে সঙ্গে মঞ্চে ছুটে যান নিরাপত্তারক্ষীরা। মঞ্চ থেকে জোর করে ওই তরুণকে সরিয়ে দিতে চাইছিলেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু সেই পরিস্থিতিতে অল্লুর আচরণ দেখে চমকে গেলেন সকলে। সমাজমাধ্যমে ছড়িয়েও পড়েছে সেই ভিডিয়ো (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে হায়দরাবাদের প্রচারানুষ্ঠানের একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, অল্লু অনুষ্ঠানে উপস্থিত দর্শকের উদ্দেশে কথা বলছিলেন। সেই সময় হঠাৎ মঞ্চের উপর লাফিয়ে উঠে পড়েন এক তরুণ।

Advertisement

অল্লুর চরম ভক্ত তিনি। মঞ্চে উঠেই অল্লুকে প্রণাম করবেন বলে পা ধরে শুয়ে পড়লেন ওই তরুণ। সঙ্গে সঙ্গে মঞ্চে পৌঁছে যান নিরাপত্তারক্ষীরা। ওই তরুণকে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। কিন্তু নিরাপত্তারক্ষীদের বাধা দেন অল্লু নিজেই। নিরাপত্তারক্ষীদের সেখান থেকে সরে যেতে বলেন তিনি। ওই তরুণকে প্রণাম করার সুযোগও দেন অল্লু। পরে সেই তরুণের ইচ্ছা পূরণ করতে মঞ্চে দাঁড়িয়ে তাঁর সঙ্গে ছবিও তোলেন ‘পুষ্পা’র অভিনেতা।

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই অল্লুর এই আচরণ নজরে পড়ে নেটব্যবহারকারীদের অধিকাংশের। এক নেটাগরিক বলেন, ‘‘অল্লু মানুষ হিসাবে খুবই ভাল। সাফল্যের চূড়ায় পৌঁছনোর পরেও তিনি মাটির মানুষই রয়ে গিয়েছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement