Viral Video

আরামের শেষ নেই! গার্ডেনিং ফর্ক শুঁড়ে পেঁচিয়ে পিঠ চুলকাচ্ছে হাতি, মজার ভিডিয়ো ভাইরাল

একটি হাতি তার শুঁড়ে গার্ডেনিং ফর্ক পেঁচিয়ে তা দিয়ে কখনও নিজের পেট, কখনও আবার নিজের পিঠ ঘষছে। আসলে সে ওই ফর্কটি দিয়ে পিঠ, পেট চুলকাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পিঠে, পেটে যে বড় চুলকানি! কী করে যে আরাম পাওয়া যায় তা ভাবতে ভাবতে মাথায় বুদ্ধি খেলে গেল গজরাজের। শুঁড়ে পেঁচিয়ে ফেলল বাগান পরিচর্যার সরঞ্জাম। তা দিয়েই কখনও পিঠে, কখনও আবার পিঠে চুলকাতে লাগল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ইনসেন_অখিল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হাতি তার শুঁড়ে গার্ডেনিং ফর্ক পেঁচিয়ে তা দিয়ে কখনও নিজের পেট, কখনও আবার নিজের পিঠ ঘষছে। আসলে সে ওই ফর্কটি দিয়ে পিঠ, পেট চুলকাচ্ছে।

ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে মজার এই ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমে হাসির রোল উঠেছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘হাতির কাণ্ডজ্ঞান তো মারাত্মক! কী সুন্দর চুলকানি প্রশমনের উপায় বার করে ফেলল!’’ আবার এক জন লিখেছেন, ‘‘হাতিটি কিন্তু মনে মনে বেশ আনন্দ পাচ্ছে!’’

Advertisement

গার্ডেনিং ফর্ক হল বাগান পরিচর্যার বিশেষ সরঞ্জাম যা মাটি খোঁড়ার কাজে অথবা আগাছা দমনের কাজে লাগে। তবে তা দিয়ে মাটি খোঁড়ার সময় লক্ষ রাখতে হবে যেন গাছের শিকড় ক্ষতিগ্রস্ত না হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement