Viral Video

নিজস্বী তুলতে গিয়ে চুমু খাওয়ার চেষ্টা অনুরাগীর! ধাক্কা দিলেন দুষ্টু ছবির নায়িকা, ভিডিয়ো ভাইরাল

পিছন থেকে এক তরুণ এসে পুনমের দিকে এগিয়ে যান এবং নিজস্বী তোলার আবদার করেন। অনুরাগীর আবদার রাখতে নিজস্বী তুলবেন বলে ফোনের দিকে মুখ বাড়িয়ে দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চোখের সামনে দুষ্টু ছবির প্রিয় নায়িকা। তা দেখে আর ছবি তোলার লোভ সামলাতে পারলেন না তরুণ। স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা অন করে দাঁড়িয়ে পড়লেন নায়িকার সামনে। নায়িকাও হাসিমুখে পোজ় দিতে তৈরি। কিন্তু নিজস্বী তোলার সময় বাঁধল গোল। ছবি তুলতে গিয়ে নায়িকাকে চুমু খাওয়ার চেষ্টা করতে থাকলেন ওই তরুণ। সঙ্গে সঙ্গে অনুরাগীকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরে পড়লেন মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘রিয়্যালবলিউডহাঙ্গামা’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ছবিশিকারিদের সঙ্গে কথা বলছেন দুষ্টু ছবির নায়িকা এবং মডেল-অভিনেত্রী পুনম। তাঁদের জন্য পোজ় দিয়ে ছবিও তুলছিলেন তিনি। হঠাৎ পিছন থেকে এক তরুণ এসে পুনমের দিকে এগিয়ে যান এবং নিজস্বী তোলার আবদার করেন। অনুরাগীর আবদার রাখতে নিজস্বী তুলবেন বলে ফোনের দিকে মুখ বাড়িয়ে দেন। কিন্তু ছবি তোলার সময় অদ্ভুত আচরণ করেন তরুণ। ফোনের ক্যামেরা চালু করে পুনমের গালের দিকে ঠোঁট বাড়িয়ে দিয়ে মডেলকে চুমু খাওয়ার চেষ্টা করেন ওই তরুণ।

টের পেয়ে সঙ্গে সঙ্গে তরুণকে ধাক্কা দিয়ে সরে যান পুনম। এমন অশালীন আচরণের জন্য সেখানে উপস্থিত ছবিশিকারিরা ঘিরে ধরেন ওই তরুণকে। পুনমও রাগী চোখে তাকিয়ে থাকেন তরুণের দিকে। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে হইচই শুরু হয়ে যায় নেটপাড়ায়। নেটাগরিকদের একাংশ তরুণের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তবে অধিকাংশ নেটব্যবহারকারী মনে করেছেন যে, এই ভিডিয়োটিতে সকলেই নাকি অভিনয় করেছেন। এক জন লিখেছেন, ‘‘ভিডিয়োটি স্ক্রিপ্টেড (পূর্বনির্ধারিত)। পুনমের অভিব্যক্তি দেখেই তা ধরা পড়ে। সবই শিরোনামের আসার জন্য।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement